নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ নভেম্বর৷৷ পার্টি অফিসে ভাঙচুর এবং পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে পুড়িয়ে ফেলার অভিযোগ তুলেছে বিরোধী দল সিপিএম৷ এক বিবৃতিতে সিপিএম অভিযোগ তুলেছে, আজ মঙ্গলবার রাজ্যের শাসক দল বিজেপির একটি মিছিল থেকে ওই দলের দুর্বৃত্তরা সোনামুড়া মহকুমার ধনপুর বিধানসভা কেন্দ্রের মাছিমাবাজারে অবস্থিত সিপিআই (এম) অফিসটি প্রথমে ভাঙচুর করে এবং পরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে পুড়িয়ে দেয়৷ তবে শাসক দল বিজেপি ওই অভিযোগ ফুৎকারে উড়িয়ে দিয়েছে৷ সিপিএমের অন্তকর্োন্দল এখন প্রকাশ্যে আসছে, অভিযোগের খণ্ডন করে বলেছে বিজেপি৷
সিপিএমের অভিযোগ, ভারতের সংবিধান নাগরিকদের স্বাধীনভাবে সংগঠন করার, স্বাধীনভাবে মত প্রকাশের যে মৌলিক অধিকার দিয়েছে, বিজেপির শাসনে ত্রিপুরায় সাংবিধানিক অধিকার, আইনের শাসনের কোনও অস্তিত্ব নেই৷ আজ প্রকাশ্য দিবালোকে মাছিমায় সিপিআই (এম) অফিসে আক্রমণ ও পুড়িয়ে দেওয়া তার একটি জ্বলন্ত দৃষ্টান্ত৷
![](https://jagarantripura.com/wp-content/uploads/2017/09/BJP-CPIM.jpg)
সিপিএম-এর রাজ্য সম্পাদকমণ্ডলি মাছিমায় পার্টি অফিস পোড়ানোর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে৷ পাশাপাশি, সংবিধান, আইনের শাসন ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় বিজেপির ফ্যাসিস্টসুলভ আক্রমণের বিরুদ্ধে প্রতিবাদে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে সমস্ত অংশের গণতন্ত্রপ্রিয় জনগণের প্রতি আহ্বান জানাচ্ছে৷
এদিকে, গতকাল রাত আনুমানিক ১.৪০ নাগাদ সিপিআই (এম) জম্পুইজলা অঞ্চল কমিটির সম্পাদক আনন্দ দেববর্মার বাড়িতে আইপিএফটি আশ্রিত দুষৃকতকারীরা অতর্কিত হামলা চালিয়ে বাড়িঘরে ভাঙচুর চালিয়েছে বলে অভিযোগ সিপিএমের৷ বিবৃতিতে সিপিএম জানিয়েছে ওই হামলায় বাড়ির গেট, টিনের বেড়া, বারান্দা এবং একটি দোচালা ঘর সম্পূর্ণ তছনছ করে দিয়েছে দুষৃকতকারীরা৷ ওই ঘরে তখন তাদের দুটো ছেলে ঘুমিয়ে ছিল৷ তাদের শোবার ঘরে যখন আক্রমণ চালায় তখন তারা পিছনের দরজা দিয়ে কোনওক্রমে পালিয়ে জীবন রক্ষা করে৷ বিবৃতিতে বলা হয়েছে, ঘটনাটি জম্পুইজলা থানায় জানালে সঙ্গে সঙ্গে পুলিশ আসায় তাদের জীবন রক্ষা পায়৷
সিপিএম আরও অভিযোগ করেছে, ওইদিন সিআরপিএফ ক্যাম্পের কাছাকাছি মহকুমাশাসকের অফিসে কর্মরত সোমা দেববর্মার বাড়িতেও দুষৃকতকারীরা টিনের ছাউনিতে ইট বর্ষণ করে, তাতে ঘরের টিনের চাল প্রচণ্ডভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে৷ শুধু তা-ই নয়, জিএমপি-র টাকারজলা আঞ্চলিক সম্পাদক সুধন দেববর্মার বাড়িতে গেট ভেঙে ভেতরে ঢুকে গাড়ি ভাঙচুর করে এবং ঘরের মূল দরজা ভাঙার চেষ্টা করেছে দুষৃকতকারীরা৷
এদিকে, শাসক দল বিজেপি সিপিএমের সমস্ত অভিযোগ খণ্ডন করেছে৷ দলের মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য বলেন, সিপিএমের অন্তকর্োন্দলের পরিনাম এখন দেখা যাচ্ছে৷ মানুষ তাঁদের প্রতি মুখ ফিরিয়ে নিয়েছে৷ তাই, অতীতের কৃতকর্মের ফল এখন তাঁরা ভোগ করছেন৷ নবেন্দু দাবি করেন, বিজেপির কোনও কর্মকর্তা হিংসার সাথে জড়িত নন৷