![](https://jagarantripura.com/wp-content/uploads/2016/11/Amit-Shah.jpg)
নয়াদিল্লি, ১৩ নভেম্বর (হি.স.) মহারাষ্ট্রের রাজনৈতিক জট নিয়ে অবশেষে নীরবতা ভাঙলেন বিজেপি সভাপতি তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
বুধবার নীরবতা ভঙ্গ করে অমিত শাহ দাবি করেছেন যে মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের আগে বিভিন্ন জনসভায় যখন প্রধানমন্ত্রী এবং তিনি নিজে জনসমক্ষে দাঁড়িয়ে রাজ্যের ফের মুখ্যমন্ত্রী পদে বসবেন দেবেন্দ্র ফড়নবিশ। তখন এর প্রতিবাদ কেউ করেনি। অমিত শাহ আরও দাবি করেছেন যে শিবসেনা নতুন করে এই দাবি করছে। তিনি স্পষ্ট করে দেন যে বিজেপি এই দাবি কোনও ভাবেই মেনে নেবে না। রাজ্যে সরকার গঠন করার জন্য পর্যাপ্ত সময় রাজ্যপাল দেয়নি বলে শিবসেনা দাবি করেছে। এর উত্তরে অমিত শাহ জানিয়েছেন, এর আগে কোনও অন্য কোনও রাজ্যে সরকার গড়ার জন্য এত সময় দেওয়া হয়নি। এখানে ১৮দিন সময় দেওয়া হয়েছিল। বিধানসভার মেয়াদ ফুরিয়ে যাওয়ার পরই রাজ্যপাল বিভিন্ন রাজনৈতিক দলকে সরকার গড়ার জন্য ডাকে। কিন্তু কোনও দলই সরকার গঠনের জন্য এগিয়ে আসেনি। সরকার গঠন করতে চাইছে রাজনৈতিক দলগুলি রাজ্যপালের কাছে যেতে পারে। উল্লেখ করা যেতে পারে মঙ্গলবার রাষ্ট্রপতি শাসনের সুপারিশ করেন রাজ্যপাল। তারপর রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি হয়।