নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ নভেম্বর৷৷ পূর্ত ঘোটালায় অভিযুক্ত রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা বিধানসভায় বিরোধী সিপিআইএম উপনেতা বাদল চৌধুরীকে চার দিনের জেল হাজতে পাঠিয়েছে আদালত৷ হাসপাতাল থেকে তাঁকে ছুটি দিতেই পুলিশ বাদল চৌধুরীকে আদালতে সোর্পদ করে পুলিশ রিমান্ডের আবেদন জানায়৷ কিন্তু আদালত পুলিশের আবেদনে রায়দান আজ স্থগিত রেখেছে৷ আগামী ১১ নভেম্বর বাদল চৌধুরীকে পুলিশ রিমান্ডের আবেদনের শুনানি হবে৷
![](https://jagarantripura.com/wp-content/uploads/2019/11/DSC_0544-1024x678.jpg)
আজ শুক্রবার জিবি হাসপাতাল থেকে বাদল চৌধুরীকে ছুটি দেওয়া হয়৷ হাসপাতালের মেডিক্যাল বোর্ডের দাবি, বাদল চৌধুরী এখন যথেষ্ট সুস্থ৷ তাই তাঁকে হাসপাতালে রাখার কোনও প্রয়োজনীয়তা আছে বলে বোর্ড মনে করে না৷ হাসপাতাল থেকে তাঁকে ছুটি দিতেই পুলিশ আজই বাদল চৌধুরীকে পশ্চিম জেলা দায়রা আদালতে সোপর্দ করে৷ আদালত চত্বরে কড়া নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছিল৷ পুলিশ ও টিএসআর আদালত চত্বরে মোতায়েন ছিল৷
এদিন, আদালতে বাদল চৌধুরী দীর্ঘ ২০ মিনিট তাঁর বক্তব্য রেখেছেন৷ তিনি আদালতকে জানিয়েছেন, তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে৷ শুধু তা-ই নয়, তিনি আদালতের কাছে প্রাণনাশের আশঙ্কাও প্রকাশ করেছেন৷ তিনি আদালতে অভিযোগ করে বলেছেন, পুলিশের ওপর মহলের আধিকারিকরা তাঁকে খুন করার ষড়যন্ত্র করছেন৷
এদিকে, আদালতে বাদি ও বিবাদি উভয় পক্ষের আইনজীবীরা সওয়াল করেছেন ৷ সরকারি কেঁসুলি আদালতে বাদল চৌধুরীর পুলিশ রিমান্ডের পক্ষে সওয়াল করেন ৷ তেমনি পুলিশ রিমান্ডের বিরোধিতায় বাদল চৌধুরীর আইনজীবী আদালতে বক্তব্য তুলে ধরেছেন ৷
শুনানি শেষে সরকারি আইনজীবী জানিয়েছেন, পুলিশ বাদল চৌধুরীর সাতদিনের রিমান্ড চেয়েছিল৷ কিন্তু আদালত আজ পুলিশের ওই আবেদনের রায়দান স্থগিত রেখেছে৷ আদালত বাদল চৌধুরীকে ১১ নভেম্বর পর্যন্ত জেল হাজতে পাঠিয়েছে৷ ওইদিন বিশেষ আদালতে ওই মামলার শুনানি হবে৷
এদিকে, বাদল চৌধুরীর আইনজীবী পুরুষোত্তম রায়বর্মণ বলেন, আদালত বাদল চৌধুরীকে জেল হাজতে তাঁর পদ অনুযায়ী সমস্ত মর্যাদা দেওয়ার নির্দেশ দিয়েছে৷ তিনি জানান, আদালতে বাদল চৌধুরী তাঁর সাথে পুলিশের আচরণ এবং তাঁকে মেরে ফেলার আশঙ্কা প্রকাশ করেছেন৷ আদালত সমস্ত বক্তব্য শুনে ১১ নভেম্বর পর্যন্ত বাদল চৌধুরীকে জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে৷ পুরুষোত্তমবাবু বলেন, বাদল চৌধুরীর গ্রেফতারি সম্পূর্ণ বেআইনি৷ তাই আদালত সমস্ত রাজনৈতিক চাপের ঊধর্ে ওঠে রায় দেবে বলে তিনি আশা প্রকাশ করেছেন৷