পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজে সমতা ফেরাল ইংল্যান্ড

নেপিয়ার, ৮ নভেম্বর (হি.স.) :  কিউইদের হারিয়ে সিরিজে সমতা ফেরাল ব্রিটিশরা । নিউজিল্যান্ড-ইংল্যান্ড চতুর্থ ম্যাচে আগে ব্যাটিংয়ে নেমে ব্যাটে ঝড় তোলেন ডেভিড মালান আর অধিনায়ক ইয়ন মরগান। ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ইংল্যান্ড তোলে ২৪১ রান। জবাবে, ১৬.৫ ওভারে সবকটি উইকেট হারিয়ে আয়োজক নিউজিল্যান্ড তোলে ১৬৫ রান। এর ফলে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা ফেরাল ইংল্যান্ড |

আগে ব্যাটিংয়ে নেমে ব্রিটিশ ওপেনার টম ব্যানটন ২০ বলে ৩০ রান করে বিদায় নেন। তার আগে ৮ রানে বিদায় নেন জনি বেয়ারস্টো। এরপর তৃতীয় ইউকেট জুটিতে ১৮২ রান যোগ করেন মলান-মরগান। ৫১ বলে ৯টি চার আর ৬টি ছক্কায় মালান অপরাজিত থাকেন ১০৩ রানে। মরগান ইনিংসের শেষ ওভারে আউট হওয়ার আগে করেন ৪১ বলে ৯১ রান। তার বিস্ফোরক ইনিংসে ছিল সাতটি করে চার ও ছক্কার মার। ব্রিটিশদের হয়ে টি-টোয়েন্টিতে দ্রুততম হাফ-সেঞ্চুরি করেন মরগান, আর মালান করেছেন দ্রুততম সেঞ্চুরি। ২১ বলে ফিফটির দেখা পান মরগান। ৩১ বলে ফিফটি করার পর ৪৮ বলে সেঞ্চুরি তুলে নেন মালান।

নিউজিল্যান্ডের পেসার টিম সাউদি একটি আর মিচেল স্যান্টনার দুটি উইকেট পান। ট্রেন্ট বোল্ট, ইস সোধিরা কোনও উইকেট পাননি।

২৪২ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে নিউজিল্যান্ডের ওপেনার মার্টিন গাপটিল ১৪ বলে ২৭, কলিন মুনরো ২১ বলে ৩০ রান করেন। কলিন ডি গ্রান্ডহোম ৭, রস টেইলর ১৪, স্যান্টনার ১০ রান করে বিদায় নেন। ভারপ্রাপ্ত অধিনায়ক টিম সাউদি ১৫ বলে দুই চার আর চার ছক্কায় করেন ৩৯ রান।

ইংল্যান্ডের হয়ে ৪ ওভারে ৪৭ রান খরচ করে চারটি উইকেট তুলে নেন পার্কিনসন। ক্রিস জর্ডান দুটি, স্যাম কুরান একটি, টম কুরান একটি, ব্রাউন একটি করে উইকেট পান।এই ম্যাচে নিউজিল্যান্ডের হারের ফলে আরও আকর্ষণীয় হল সিরিজের শেষ ম্যাচ |

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *