নিজস্ব প্রতিনিধি, চুড়াইবাড়ি, ৮ নভেম্বর৷৷ ভয়াবহ পথ দুর্ঘটনায় গুরুতর আহত লরি চালক এবং সহ চালক৷ ঘটনাটি ঘটে শুক্রবার বেলা দুপুর দুটো নাগাদ আসাম আগরতলা জাতীয় সড়কের চাঁদপুর লম্বাগাছ এলাকায়৷ ঘটনার বিবরণে জানা যায় ঞ্ছজ্র.ঞ্জ১.ক্ট.৬৭৩৭ বারো চাকার লরি কলকাতা থেকে স্পাম পাইপ লোড নিয়ে আগরতলার উদ্দেশ্যে আসছিল৷ চাঁদপুর এলাকায় পৌঁছাতেই আগরতলা অভিমুখ থেকে আসা অন্য একটি গাড়িকে পাস দিতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে৷
![](https://jagarantripura.com/wp-content/uploads/2016/11/ACCIDENT.jpg)
এতে আশপাশ এলাকার কারোর কোনো ক্ষয়ক্ষতি না হলেও লরির চালক বাবলু উজা এবং সহ চালক বাপি উজা গুরুতর আহত হয়৷তাদের উভয়ের বাড়ি পশ্চিমবঙ্গে৷ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান দ্রুত গতিতে আসা দুটি গাড়ি ক্রস করতে গিয়ে ঘটে এই যান দুর্ঘটনা৷এতে জাতীয় সড়কের উপরেই পাইপ বােঝাই লরিটি দুমড়েমুচড়ে যায়৷হঠাৎ বিকট শব্দ শুনে আশপাশ এলাকার লোকজন ছুটে এসে লরি চালক এবং সহ চালককে উদ্ধার করেন৷এবং সঙ্গে সঙ্গেই খবর দেওয়া হয় চুড়াইবাড়ি থানা এবং দমকল বাহিনীকে৷
আহতদের প্রথমে শনিছড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলেও চালক বাবলু উজার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ধর্মনগর জেলা হাসপাতালে রেফার করা হয়৷এদিকে সহ চালক বাপি উজার সাথে কথা বললে জানা যায় অপর দিক থেকে আসা একটি গাড়িকে পাস দিতে গিয়ে নিজেরাই দুর্ঘটনার কবলে পড়ে চালক এবং সহ চালক দুই ভাই বলে জানায় সহ চালক বাপি উজা৷তবে এই ঘটনায় আশপাশ এলাকায় কোন ক্ষয়ক্ষতি না হলেও দুর্ঘটনাগ্রস্ত লরিটি রাস্তার উপর ছিটকে পড়ে৷এ ধরনের ভয়াবহ জান দুর্ঘটনা এই এলাকায় আর কখনো ঘটেনি৷সংবাদ পাওয়া পর্যন্ত লরি চালক জেলা হাসপাতালে চিকিৎসাধীন৷