নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ নভেম্বর৷৷ ত্রিপুরায় দেবালয়ে পশু বলি নিষিদ্ধে হাইকোর্টের রায়ে স্থগিতাদেশ জারি করেছে সুপ্রিম কোর্ট৷ আজ সুপ্রিম কোর্টে বিচারপতি আর এফ নারিমন এবং বিচারপতি এস রবীন্দ্র ভাটের ডিভিশন বেঞ্চ ওই আদেশ জারি করেছে৷
![](https://jagarantripura.com/wp-content/uploads/2016/10/Supreme-Court.jpg)
প্রসঙ্গত, অবসরপ্রাপ্ত দায়রা আদালতের বিচারক সুভাষ ভট্টাচার্যী ত্রিপুরা হাইকোর্টে দেবালয়ে পশু বলি বন্ধে জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন৷ ওই মামলায় গত ২৭ সেপ্ঢেম্বর ত্রিপুরা হাইকোর্টের মুখ্য বিচারপতি সঞ্জয় কারোল এবং বিচারপতি অরিন্দম লোধের ডিভিশন বেঞ্চ দেবালয়ে পশু বলিতে নিষেধাজ্ঞা জারি করেছিল৷ ওই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ত্রিপুরা সরকার সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছিল৷ আজ সুপ্রিম কোর্টে ওই আবেদন গৃহীত হয়েছে এবং ত্রিপুরায় পশু বলি বন্ধে হাইকোর্টের রায়ে স্থগিতাদেশ জারি করেছে৷
এবিষয়ে আইন সচিব গৌতম দেবনাথ জানিয়েছেন, সুপ্রিম কোর্ট ত্রিপুরায় পশু বলি বন্ধে হাইকোর্টের আদেশে স্থগিতাদেশ জারি করেছে৷ ফলে, এখন থেকে মামলার নিস্পত্তি হওয়া পর্যন্ত দেবালয়ে পশু বলিতে কোন বাধা রইল না৷ অ্যাডভোকেট জেনারেল অরুন কান্তি ভৌমিক জানান, ত্রিপুরার মতই হিমাচল প্রদেশেরও অনুরূপ একটি মামলা সুপ্রিম কোর্টে বিচারাধীন রয়েছে৷ ওই মামলায় সুপ্রিম কোর্ট অন্তর্বর্তী আদেশ জারি করে বিধিনিষেধ মেনে বলি প্রথায় অনুমতি দিয়েছিল৷ ঠিক একইভাবে ত্রিপুরার ক্ষেত্রেও কিছু পদ্ধতি মেনে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে৷ তিনি বলেন, সুপ্রিম আদেশে ত্রিপুরায় দেবালয়ে পশু বলি চলবে, তবে বিধিনিষেধ মানতে হবে৷
এদিকে অবসরপ্রাপ্ত দায়রা আদালতের বিচারক সুভাষ চক্রবর্তী জানিয়েছেন, আদালত পশু বলি নিষিদ্ধে চ্যালেঞ্জ মামলা গ্রহণ করে নোটিশ জারি করেছে৷ তিনি নিজেই আদালতে তাঁর পক্ষে মামলার পরিচালনা করবেন৷