![](https://jagarantripura.com/wp-content/uploads/2016/10/Encounter.jpg)
বুরকিনা ফাসো, ৭ নভেম্বর (হি.স.) : পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসোতে কানাডিয়ান খনি সংস্থার কনভয়ের উপর বন্দুকবাজদের হামলায় ৩৭ জনকে হত্যা করা হয়েছে। গুলি বিদ্ধ হয়ে গুরুতর জখম হয়েছেন আরও ২৫ জন। এই ঘটনার জেরে দেশজুড়ে আতঙ্ক সৃষ্টি হয়েছে।
বুধবার কড়া সেনা পাহারায় পাঁচটি বাসে বোঝাই হয়ে দেশের পূর্ব প্রান্তে ফ্যাদা ন্যুগুমা শহর থেকে ২৫ মাইল দূরের বুঙ্গুয়াঁ সোনার খনির উদ্দেশে রওনা দিয়েছিলেন মনট্রিলের সংস্থা সেমাফো-এর একদল কর্মী। পথে সেই কনভয়ের উপর আচমকা হামলা চালায় সন্ত্রাসবাদীরা। দেশের পূর্বাঞ্চলের গভর্নর লেফটেন্যান্ট সাইদ্যু টি. পি. সান্যু এক বিবৃতিতে ৩৭ জন খনিশ্রমিকের মৃত্যুর কথা স্বীকার করেছেন। তিনি জানিয়েছেন, ঘটনায় ৬০ জন গুরুতর আহত হয়েছেন। নিহতদের পরিচয় অবশ্য তিনি উল্লেখ করেননি।
এরআগে গত ৬ আগস্ট থেকে ৩০ সেপ্টেম্বরের মধ্যে জঙ্গি হানায় অন্তত ২৬ জন সেনাকর্মীর মৃত্যু হয়েছে এবং ২৫ জন জখম হয়েছেন। দেশের উত্তর প্রান্তে হিংসা ছড়াতে সক্রিয় হয়েছে ইসলামিক স্টেটের মতো সন্ত্রাসবাদী সংগঠন। তবে বুরকিনা ফাসোর পূর্ব প্রান্তের সাম্প্রতিক হিংসাত্মক ঘটনাপঞ্জীতে কে বা কারা নেতৃত্ব দিচ্ছে, তা এখনও অজানা। গত বুধবারের হামলার দায়ও স্বীকার করেনি কোনও সন্ত্রাসবাদী গোষ্ঠী।