আইইডি বিস্ফোরণে কাঁপল ইম্ফলের বাজার, ৪ জন পুলিশ কর্মী-সহ আহত ৫

ইম্ফল, ৫ নভেম্বর (হি.স.): ইম্প্রোভাইসড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বিস্ফোরণে কেঁপে উঠল মণিপুরের রাজধানী ইম্ফল| মঙ্গলবার সকালে ইম্ফলের থাঙ্গাল বাজারে তীব্র শব্দে আইইডি বিস্ফোরণ হয়| সেই সময় ওই স্থানে উপস্থিত ছিলেন বেশ কয়েকজন পুলিশ কর্মী ও সাধারণ নাগরিক| আইইডি বিস্ফোরণে আহত হয়েছেন ৪ জন পুলিশ কর্মী, এছাড়াও একজন সাধারণ নাগরিকও আহত হয়েছেন| আহত অবস্থায় প্রত্যেককে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে| ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কয়েকটি স্কুটি|

পুলিশের মুখপাত্র জানিয়েছেন, মঙ্গলবার সকালে ইম্ফলের থাঙ্গাল বাজারে আইইডি বিস্ফোরণ হয়| আইইডি বিস্ফোরণে ৪ জন পুলিশ কর্মী এবং একজন সাধারণ নাগরিক আহত হয়েছেন| ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কয়েকটি স্কুটি| আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে| আইইডি বিস্ফোরণের পরই বিস্ফোরণস্থল ঘিরে রাখে বিশাল পুলিশ বাহিনী| তাছাড়াও স্থানীয় মানুষদেরও নিরাপদ স্থানে সরে যেতে বলা হয়|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *