মুজফফরপুরে ট্রাক ও অটোর মুখোমুখি সঙ্ঘর্ষ, তিনটি শিশু-সহ মৃত্যু ৫ জনের

মুজফফরপুর (বিহার), ৫ নভেম্বর (হি.স.): বিহারের মুজফফরপুরে যাত্রীবোঝাই অটো এবং ট্রাকের মুখোমুখি সঙ্ঘর্ষে প্রাণ হারালেন তিনটি শিশু-সহ মোট ৫ জন| মৃতরা সকলেই একই পরিবারের সদস্য| সোমবার রাত সাড়ে এগারোটা নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে মুজফফরপুর জেলার আহিয়াপুর থানার অন্তর্গত দাদর পেট্রোল পাম্পের সন্নিকটে| পকেটে থাকা আধার কার্ড দেখে মৃতদের শনাক্ত করা সম্ভব হয়েছে| দুর্ঘটনায় নিহতদের নাম হল-ধরমবীর পাসোয়ান এবং তাঁর ১৬ বছরের ছেলে বিরজু ওরফে সুরজ| বাকি ৩ জনের নাম ও পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি| গুরুতর আহত হয়েছেন সোমী এবং ধরমবীরের মেয়ে ৫ বছর বয়সি পুতুল| পুলিশ সূত্রের খবর, দুর্ঘটনার পরই সুযোগ বুঝে পালিয়ে যায় ঘাতক ট্রাকের চালক| মামলা রুজু করে দুর্ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ|

মুজফফরপুরের জেলা শাসক অলোক রঞ্জন ঘোষ জানিয়েছেন, হায়দরাবাদে গাড়ি ধোয়ার কাজ করতেন ধরমবীর| পরিবারের সদস্যদের সঙ্গে হায়দরাবাদেই থাকতেন তিনি| সোমবার পাটনায় ট্রেন থেকে নামার পর, বাসে চেপে বৈরিয়া এসেছিলেন ধরমবীর ও তাঁর পরিবারের সদস্যরা| সেখান থেকে অটোয় চেপে গ্রামের বাড়িতে ফিরছিলেন| সোমবার রাত সাড়ে এগারোটা নাগাদ আহিয়াপুর থানার অন্তর্গত দাদর পেট্রোল পাম্পের সন্নিকটে অটো ও ট্রাকের মুখোমুখি সঙ্ঘর্ষ হয়| জোরালো সঙ্ঘর্ষের জেরে অটোটি সম্পূর্ণ দুমড়ে মুচড়ে যায়| দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয় ৫ জনের| গুরুতর আহত অবস্থায় দু’জনকে উদ্ধার করে এসকেএমসিএইচ হাসপাতালে ভর্তি করা হয়েছে| পুলিশ সূত্রের খবর, দুর্ঘটনার পর থেকেই পলাতক ঘাতক ট্রাকের চালক| মুজফফরপুরের জেলা শাসক অলোক রঞ্জন ঘোষ আরও জানিয়েছেন, দুর্ঘটনায় নিহতদের পরিবারপিছু ৪ লক্ষ টাকা করে আর্থিক ক্ষতিপূরণ দেওয়া হবে| পাশাপাশি কী কারণে দুর্ঘটনা ঘটল, তাও তদন্ত করে দেখা হবে|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *