ফের সাফল্য পেল সুরক্ষা বাহিনী, ছত্তিশগড়ে এনকাউন্টারে খতম দু’জন মাওবাদী

রায়পুর, ৫ নভেম্বর (হি.স.): ছত্তিশগড়ে মাওবাদী নিকেশ অভিযানে আবারও বড়সড় সাফল্য পেল জেলা রিজার্ভ গার্ড (ডিআরজি)| ছত্তিশগড়ের মাওবাদী অধ্যুষিত দান্তেওয়াড়া জেলায় জেলা রিজার্ভ গার্ড (ডিআরজি) জওয়ানদের গুলিতে খতম হয়েছে দু’জন মাওবাদী| দান্তেওয়াড়া জেলার কাটেকল্যাণ এলাকার ঘটনা| নিহত মাওবাদীদের নাম ও পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি|

ছত্তিশগড় পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মঙ্গলবার সকালে দান্তেওয়াড়া জেলার কাটেকল্যাণ এলাকায় মাওবাদী এবং ডিআরজি জওয়ানদের মধ্যে গুলির লড়াই শুরু হয়| দীর্ঘক্ষণ গুলির লড়াইয়ে ডিআরজি জওয়ানদের গুলিতে খতম হয়েছে দু’জন মাওবাদী| এনকাউন্টারস্থল থেকে উদ্ধার করা হয়েছে আগ্নেয়াস্ত্র| নিহত মাওবাদীর নাম ও পরিচয় জানার চেষ্টা চলছে|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *