নিজস্ব প্রতিনিধি, মোহনপুর, ৪ নভেম্বর ৷৷ শিক্ষা ব্যবস্থার আড়ালে অশালীন কর্মকাণ্ড চলছে দীর্ঘবছর যাবৎ লিখিত অভিযোগ জমা পড়লে নড়েচড়ে বসে প্রশাসন৷ এক ঘণ্টার মধ্যে পুলিশ গ্রেপ্তার করল অভিযুক্তকে৷ ঘটনা সিমনা কাতলামারাস্থিত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান কাঠিয়াবাবা মিশন সুকলে৷ সেই হোস্টেলের এক ১৩ বছর বয়সী পঞ্চম শ্রেণি পড়ুয়া ছাত্রকে সুকলের হোস্টেল থেকে কালীপুজার দিন রাত্রিতে এই সুকলের পরিচালক মান্না রায় তার সুকল সংলগ্ণ গেস্ট হাউসে ডেকে নিয়ে রুমে বন্দি করে যৌন নির্যাতন চালায় এমনটাই অভিযোগ করল ১৩ বছর বয়সী সেই ছাত্র৷
![](https://jagarantripura.com/wp-content/uploads/2019/07/crime-scene-tape-1024x576.jpg)
প্রায় দশদিন পর নির্যাতনের শিকার হওয়া ছাত্রটি তার মা-বাবাকে বিষয়টি খুলে বললে নির্যাতনের বিষয়টি জনসম্মুখে আসে৷ ছাত্র সহ তার মা-বাবা অভিযোগ নিয়ে সিধাই থানার দ্বারস্থ হলে পুলিশ সাথে সাথে অভিযুক্ত মান্নাকে গ্রেপ্তার করেন৷ পুলিশ তাকে থানায় এনে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে৷ অভিভাবক মহল থেকে দাবি উঠছে মোহনপুর মহকুমা বেশকিছু স্থানে কাঠিয়াবাবার শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে৷
সরকার যেন অবিলম্বে সেগুলিতে তালা ঝুলিয়ে সঠিক তদন্তে নামেন৷
উল্লেখ্য একসময়ে লাল ঝান্ডার ছত্রছায়ায় থেকে এই মান্না রায় লোকায় নিজের বেশকিছু সম্পদ গড়ে তোলে৷ তারই পৃষ্ঠপোষকতায় কাঠিয়াবাবাজির নামকে কলঙ্কিত করে বেসরকারি সুকলও গড়ে তোলে৷ মনের অভিলাস পূর্ণ করতে দীর্ঘদিন যাবৎ সুকলের ক্ষুদে ছাত্রদের তার যৌন লালসার শিকার হতে হয়৷ লজ্জায় ভয়ে এতদিন কেউ তার বিরুদ্ধে মুখ খোলেননি৷ এবার তার মুখোশ উন্মোচিত হল৷