সার্ভিস রাইফেলের গুলিতে আত্মঘাতী বিএসএফ জওয়ান

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ নভেম্বর৷৷ বিএসএফ-এর জনৈক জওয়ান আত্মঘাতী হয়েছেন৷ ঊনকোটি জেলার ইরানি থানার অধীন মাগরুলি বিওপিতে কর্মরত বিএসএফ-এর ২০ নম্বর ব্যাটালিয়নের ৪১ বছর বয়সি জওয়ান সাম্বাজি কেশরাও ভেঁসলে নিজের সার্ভিস রাইফেলের গুলিতে আত্মহত্যা করেছেন৷ শুক্রবার রাত আনুমানিক সোয়া দুটা নাগাদ ঘটনাটি ঘটেছে৷ তিনি বিএসএফ-এ হেড কনস্টেবল পদে কর্মরত ছিলেন৷ তাঁর আত্মহত্যার কারণ নিয়ে বিএসএফ এখনও কোনও বিবৃতি দেয়নি৷ ইরানি থানার পুলিশ জানিয়েছে, জওয়ানের আত্মহত্যার কারণ জানতে তদন্ত শুরু হয়েছে৷


ইতিপূর্বে রাজ্যে একাধিক বিএসএফ জওয়ানের আত্মহত্যার ঘটনা ঘটেছে৷ বিএসএফ-এর স্থানীয় আধিকারিক জানিয়েছেন, মাগরুলি বিওপিতে কারোর সঙ্গে জওয়ান সাম্বাজি কেশরাওয়ের বিবাদ ছিল না৷ ওই আধিকারিকের কথায়, শুক্রবার মধ্যরাতে বিওপি-র জওয়ানরা ঘুমিয়েছিলেন৷ ওই সময় হঠাৎ তিনটি গুলির শব্দ শোনা যায়৷ সঙ্গে সঙ্গে জওয়ানরা দৌড়ে এসে হেড কনস্টেবল সাম্বাজি কেশরাও ভেঁসলেকে রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখেন৷ তাঁর সার্ভিস রাইফেলটি পাশেই রাখা ছিল৷ তিনি জানান, নিজের সার্ভিস রাইফেল থেকেই ওই জওয়ান মাথায় তিনটি গুলি করে আত্মঘাতী হয়েছেন৷ বিওপি-র জওয়ানরা তাঁকে কৈলাসহর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন৷


আধিকারিকটি বলেন, সাম্বাজি কেশরাও ভেঁসলে মহারাষ্ট্রের সাতারা জেলার তারগাঁও গ্রামের বাসিন্দা৷ তিনি গত ৯ অক্টোবর ১৫ দিনের ছুটিতে বাড়ি গিয়েছিলেন৷ বাড়ি থেকে ফিরে এসেছেন ২৪ অক্টোবর৷ তাঁর আত্মহত্যার পেছনে পারিবারিক সমস্যাও কারণ হতে পারে বলে অনুমান করা হচ্ছে, বলেন তিনি৷
এ-বিষয়ে ইরানি থানার পুলিশ জানিয়েছে, বিএসএফ জওয়ানের আত্মহত্যার ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যু মামলা নেওয়া হয়েছে৷ শনিবার আগরতলায় জিবি হাসপাতালে তাঁর ময়না তদন্ত হয়েছে৷ আজই তাঁর মৃতদেহ মহারাষ্ট্রের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হতে পারে৷