নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ নভেম্বর৷৷ অবৈধভাবে ভারতে প্রবেশের দায়ে চার নাইজেরিয়ানকে গ্রেফতার করেছে জিআরপি থানার পুলিশ৷ শনিবার আগরতলা রেল স্টেশনে তাদের গ্রেফতার করা হয়েছে৷ এ-বিষয়ে জিআরপি থানার পুলিশ জানিয়েছে, বিনা ভিসায় ভারতে প্রবেশের অপরাধে আগরতলা রেল স্টেশনে সন্দেহভাজন চার নাইজেরিয়ানকে গ্রেফতার করা হয়েছে৷ ধৃতরা ওকাফোর অবিরু মাইকেল (২৩), ইগবানিগু অরিকপু ডোনাটাস (২৮), মাদুবুকু ওইদিকচক্যু স্টেইনলি (২৯) এবং পিটারসন উইলসন৷
![](https://jagarantripura.com/wp-content/uploads/2019/11/DSC_8833-3008x2000-1280x851-1024x681.jpg)
জিআরপি অফিসার জানান, গুয়াহাটিগামী ট্রেন থেকে তাদের গ্রেফতার করা হয়েছে৷ চার নাইজেরিয়ান নাকি বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করেছে৷ তাদের কাছে পাসপোর্ট রয়েছে ঠিকই, কিন্তু শুধু বাংলাদেশের ভিসা৷ ভারতে তাঁরা অবৈধভাবে প্রবেশ করেছেন৷ ওই অপরাধেই তাঁদের গ্রেফতার করা হয়েছে৷ তিনি জানান, তাঁদের ফুটবলার হিসেবে পরিচয় মিলেছে৷ গুয়াহাটিতে কোনও একটি ক্লাবের সাথে নাকি তাঁদের চুক্তি হয়েছে৷ তাই তাঁরা আগরতলা থেকে ট্রেনে গুয়াহাটির উদ্দেশ্যে যাচ্ছিলেন৷ তিনি জানান, ওই চার নাইজেরিয়ানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে৷