নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ নভেম্বর ৷৷ নাগরিকত্ব সংশোধনী বিল সংসদের শীতকালীন অধিবেশনে পেশ হতে পারে৷ ফলে, এই বিল নিয়ে উত্তর পূর্বাঞ্চলের ভাবাবেগ বুঝতে চাইছে এআইসিসি৷ তাই, চার রাজ্যের স্নায়ুর চাপ মাপতে আসছেন কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব৷ আসাম, মেঘালয়, মণিপুর ও ত্রিপুরা এই চারটি রাজ্য সফরে আসছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা সাংসদ জয়রাম রমেশ, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা এআইসিসি জিতেন্দ্রর সিং, সাংসদ তথা এআইসিসি সম্পাদক মানিকাম টেগোর, আইনজীবি মহম্মদ আলী খান এবং প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা এআইসিসি সাধারণ সম্পাদক মুকুল ওয়াসনিক৷ ওই চারটি রাজ্যেই পার্টি নেতৃত্ব এবং কর্মকর্তাদের সাথে বৈঠকের সূচি ঘোষণা করেছে এআইসিসি৷ আগামী ৩ নভেম্বর থেকে ৬ নভেম্বর পর্যন্ত টানা সফরে কংগ্রেস সংসদে নাগরিকত্ব সংশোধনী বিলের বিরোধীতার খোরাক সঞ্চয় করে নিয়ে যাবে বলে মনে করা হচ্ছে৷
![](https://jagarantripura.com/wp-content/uploads/2017/08/Congress.jpg)
সূচি অনুযায়ী রবিবার কংগ্রেস ওই প্রতিনিধিদল ইম্ফল সফরে যাচ্ছেন৷ দিনভর টানা কর্মসূচিতে কংগ্রেসের স্থানীয় নেতা ও কর্মকর্তাদের সাথে তাঁরা বৈঠক করবেন৷ তেমনি, ৪ নভেম্বর শিলং এবং ৫ নভেম্বর আগরতলা সফর শেষ করে ৬ নভেম্বর গৌহাটিতে কাটাবেন তাঁরা৷ কংগ্রেস সূত্রে খবর, ওই চারটি রাজ্যেই নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে আঞ্চলিক অবস্থা সম্পর্কে জানাবেন তাঁরা৷ এমনিতেই উত্তর-পূর্বাঞ্চলে এনআরসিতে আপত্তি না থাকলেও নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে প্রতিটি রাজ্যেই আঞ্চলিক দলগুলি তাদের আপত্তি জাহির করেছে৷
বিশেষ করে উপজাতি ভিত্তিক আঞ্চলিক দল নাগরিকত্ব সংশোধনী বিলের বিরোধীতায় মত প্রকাশ করেছে৷ উদাহরণ হিসেবে রাজ্যের শাসক জোট শরিক আইপিএফটি সম্প্রতি গৌহাটিতে একটি অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতেই নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে অবস্থান স্পষ্ট করেছে৷ তাঁরা ওই বিলের প্রতি আপত্তি জাহির করেছে৷ ফলে,উত্তর-পূূর্বাঞ্চলের ভাবাবেগ কংগ্রেসের জন্য সংসদে নাগরিকত্ব সংশোধনী বিলের বিরোধীতায় ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহৃত হবে বলে মনে করা হচ্ছে৷ তাই, সংসদ অধিবেশন শুরু হওয়ার আগেই রণকৌশল নির্ধারনে উত্তর-পূর্বাঞ্চলে ওই বিল সম্পর্কে মতামত জানতে আসছেন কংগ্রেস নেতৃবৃন্দ৷
সূত্রের খবর, এআইসিসি প্রতিনিধি দল রাজ্যে আইএনপিটি নেতাদের সাথেও বৈঠক করবেন৷ কারণ, নাগরিকত্ব সংশোধনী বিলের বিরোধীতায় আইএনপিটি টানা আন্দোলন করে চলেছে৷ ফলে, উপজাতি ভিত্তিক এই আঞ্চলিক দল নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে কি ভাবছে তা বুঝতে চাইছে এআইসিসি৷
ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সূত্রে দাবি, এআইসিসি প্রতিনিধি দল রাজ্যে সাংগঠনিক পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য আসছেন৷ সাথে দলের বর্তমান অবস্থা নিয়েও তাঁরা প্রদেশ নেতৃবৃন্দের সাথে পর্যালোচনা করবেন৷ কিন্তু, নাগরিকত্ব সংশোধনী বিল মুখ্য এজেন্ডা এই বিষয়টিও খারিজ করে দেয়নি প্রদেশ কংগ্রেস৷