বিজেপির ৬০ জন মণ্ডল সভাপতি নির্বাচিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ অক্টোবর৷৷ বিজেপি ত্রিপুরা প্রদেশ কমিটির ৬০ জন মণ্ডল সভাপতি নির্বাচিত হয়েছেন ৷ তাঁদের মধ্যে ৩০ জনই নতুন মুখ বলে জানিয়েছেন দলের সাংগঠনিক নির্বাচন প্রভারী প্রদ্যোত কুমার ধর ৷ বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে তিনি এই খবর দিয়ে বলেন, আগামী নভেম্বরে জেলা সভাপতি নির্বাচনী প্রক্রিয়া অনুষ্ঠিত হবে ৷ তেমনি ১৫ ডিসেম্বরের মধ্যে প্রদেশ সভাপতি নির্বাচিত হবেন ৷


ধর জানান, ৬০ জন মন্ডল সভাপতির পাশাপাশি প্রত্যেক মণ্ডলে একজন করে কাউন্সিলার নির্বাচিত হয়েছেন ৷ তিনি জানান, জেলা সভাপতি নির্বাচনী প্রক্রিয়ার বিজ্ঞপ্তি আগামী ৪ নভেম্বর জারি করা হবে ৷ ১১ নভেম্বর থেকে নির্বাচনী প্রক্রিয়া শুরু হবে ৷ তিনি বলেন, মণ্ডল সভাপতিদের মধ্যে ইচ্ছুক প্রার্থী জেলা সভাপতির পদে নির্বাচনে অংশ নিতে পারেন ৷ এক্ষেত্রে ৬ বছরের অধিক বিজেপি দলের সদস্যপদ থাকা বাঞ্ছনীয়, জানিয়েছেন তিনি ৷


এদিন, প্রদ্যোত ধর দাবি করেন, ত্রিপুরার জনগণ কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সুফল পাচ্ছেন ৷ তাই তাঁরা কেন্দ্র ও রাজ্য সরকারের প্রতি দারুণ খুশি ৷ তিনি বলেন, সাংগঠনিক নির্বাচনী প্রক্রিয়া উৎসবের মেজাজে অনুষ্ঠিত হচ্ছে ৷ অতীতে ত্রিপুরায় এমন সাংগঠনিক নির্বাচনী প্রক্রিয়ার নজির নেই ৷ এদিকে আজকের সাংবাদিক সম্মেলনে ৬০ জন মণ্ডল সভাপতির নাম ঘোষণা করে তাঁদের অভিনন্দন জানিয়েছেন দলের সাংগঠনিক নির্বাচন প্রভারী প্রদ্যোত ধর এবং সম্পাদক তাপস মজুমদার ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *