
নয়াদিল্লি, ৩০ অক্টোবর (হি.স.) : অযোধ্যায় রাম জন্মভূমির মামলার রায়দান নভেম্বরে দেবে সুপ্রিম কোর্ট। দেশের শীর্ষ আদালত যাই রায় দিক না কেন, তা খোলা মনে মেনে নেওয়া নিয়ে শান্তি এবং সৌহার্দ্য বজায় রাখা উচিত দেশবাসীর। বুধবার এমনই আহ্বান করেছেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের অখিল ভারতীয় প্রচার প্রমুখ অরুণ কুমার।
এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে অরুণ কুমার জানিয়েছেন, অযোধ্যায় জমিতে শ্রীরামচন্দ্রের মন্দির নির্মাণ নিয়ে সুপ্রিম কোর্ট নভেম্বরে রায়দান দেওয়ার সম্ভাবনা রয়েছে। সুপ্রিম কোর্ট যেমনই সিদ্ধান্ত নিক না কেন, তা খোলা মনে মেনে নেওয়া উচিত। রায়দানের পরিবেশ যাতে সৌহার্দ্যপূর্ণ থাকে, তার দায়িত্ব দেশবাসীর।
উল্লেখ করা যেতে পারে আগামী ১৭ নভেম্বর অবসর নিতে চলেছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ। তার আগে তাঁর নেতৃত্বাধীন পাঁচ সদস্য সাংবিধানিক বেঞ্চ রায়দান দেওয়া হবে বলে জানা গিয়েছে।
অরুণ কুমার আরও জানিয়েছেন, ৩০ অক্টোবর থেকে ৫ নভেম্বর পর্যন্ত হরিদ্বারে দুই দিনের প্রচারক বর্গের বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু কিছু কারণে, তা বাতিল করে দেওয়া হয়েছে। হরিদ্বার থেকে সেই বৈঠক সরিয়ে এনে দিল্লিতে করা হয়েছে। বৈঠকে সুপ্রিম কোর্ট রায় দান নিয়েও আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।