আনন্দের দিনের মাঝে শহীদদের কথা স্মরণ রাখার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

নয়াদিল্লি, ২৪ অক্টোবর (হি.স.) : নিজেদের আনন্দের দিনের মাঝে শহীদদের কথা স্মরণ রাখার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী | দীপাবলি উৎসব উপলক্ষে দলের কার্যকর্তাদের সঙ্গে কাশিতে মুখোমুখি প্রশ্নোত্তর পর্বে এই কথা বলেন তিনি| প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের সীমান্ত রক্ষার জন্য বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, দেশসেবার প্রতি নিঃস্বার্থ, সীমান্ত রক্ষা এবং ত্যাগের স্মরণ করেন তিনি|

তিনি আরও বলেন, দীপাবলিসহ বিভিন্ন উৎসবের আনন্দ করার সময় আমরা যেন এই বীর জওয়ান শহীদদের মনে রাখি| যারা আমাদের জন্য বেঁচে থেকে লড়াই করেন| এদের মধ্যে কেউ সীমান্ত রক্ষা করেন, কেউবা দেশের অভ্যন্তরে রক্ষার কাজে নিয়োজিত থাকেন| আমাদের জন্য তাঁরা দিনরাত এক করে নিজেদের সমর্পন করেছেন এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে দিয়ে এবং নিজের জীবনকে বাজি রেখে দেশ রক্ষার কাজে করেন| প্রধানমন্ত্রী বৃহস্পতিবার সন্ধ্যায় নিজের সংসদীয় কেন্দ্রের পাঁচটি বিধানসভার কার্যকর্তাদের দীপাবলী উৎসব সংবাদ অনুষ্ঠানে মাধ্যম দিয়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই বার্তা তিনি পৌঁছে দেন| তিনি এনডিআরএফ কর্মীদের কাজ উল্লেখ করে বলেন, দেশের প্রাকৃতিক বিপর্যয়ের সময় এই দপতরের বিভিন্ন জায়গায় সময়ের মধ্যে পৌঁছে যায় এবং উদ্ধার কাজে নিজেদের নিয়োজিত করে থাকেন| প্রধানমন্ত্রী এই সংবাদের মধ্যে দিয়ে জক্ষিণী গ্রামের জনসংঘের কার্যকর্তা কামেশ্বর নারায়ন নারায়ন সিং মৃত্যুর শোক জ্ঞাপন করে শ্রদ্ধাঞ্জলি জানান| প্রধানমন্ত্রী কুঁয়োর সিংয়ের পরিবারের প্রতি সমবেদনা জানান|

তিনি বলেন, উন্নয়নের অনেক যোজনা আজ বাস্তবায়িত পথে | কাশিতে পরিবর্তনের হাওয়া চলছে | তিনি বলেন, বিজেপি অনেক কার্যকর তারা দেশের এই উন্নয়নের যোজনাগুলি বারাণসি মাটিতে আনার জন্য চেষ্টা চালিয়েছেন | এটা খুব সন্তোষজনক এবং গর্বের বিষয় | তিনি আরও বলেন, এই পরিবর্তনের দেশ-বিদেশের প্রশংসা পাওয়া গেছে | তিনি বলেন, কাশিতে মহামনা ক্যান্সার এবং হোমি ভাবা ক্যান্সার হাসপাতাল বারাণসী নয় এবং অন্য রাজ্যের রোগীদেরও এখানে চিকিৎসা পরিষেবা দেওয়া সম্ভব হবে | এই সংবাদে সূচনা হয় কেন্ট বিধানসভা থেকে | এখানে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী সংবাদ কার্যক্রম প্রথম শুরু হয় | এই বিধানসভা কেন্দ্র থেকে এখানকার বিধায়ক সৌরভ শ্রীবাস্তব এবং দলের কার্যকর্তা অখিলেশ পাঠকের সঙ্গে তিনি বার্তালাপও করেন | বিধায়ক প্রধানমন্ত্রীকে দীপাবলি জন্য শুভেচ্ছা বার্তা দিয়ে তাঁর নেতৃত্বে এবং জনকল্যাণ কার্যগুলি সঙ্গে ভারতের পরিচিত করানোর জন্য দীপাবলীতে কাশিতে আসার আমন্ত্রণ জানান |

দীপাবলীতে কাশিতে আসার আমন্ত্রণে ধন্যবাদ জ্ঞাপন করে বিধায়ককে তিনি বলেন, কাশির গলিতে নিজেদের আনন্দ উৎসব রয়েছে নিজেদের পূজা জন্য আশা পাশাপাশি দর্শন এবং এগুলি পরিষ্কার রাখার জন্য ভিডিও শেয়ার করেন | প্রধানমন্ত্রী কাশী বিশ্বনাথ ধাম এর জন্য ৩০০ পরিবারের স্নানাগার সহ থাকার জায়গার ব্যবস্থা করেছেন | তিনি বলেন, চল্লিশ হাজার বর্গমিটার সহ এই নির্মাণ কাজে সেবক দেব সহযোগিতা উল্লেখনীয় | তিনি আরও বলেন, মন্দির শুধুমাত্র ভগবানের পূজার জন্য নয় বরং আমাদের রাস্তার একটি কেন্দ্র আমাদের ভক্তিভাবকে কেন্দ্র হচ্ছে মন্দির | প্রধানমন্ত্রী উত্তর বিধানসভার বলেন, নিজেরা একসাথে মিলে পৌঁছে দিতে হবে| প্রধানমন্ত্রী বিধায়ক তথা রাজ্য মন্ত্রী রবীন্দ্র জয়সওয়াল করে প্রধানমন্ত্রীকে বেটি পড়াও বেটি বাঁচাও এই অভিযানের সংযুক্ত থাকা কার্যকর্তা প্রধানমন্ত্রীকে প্রশ্ন করে বলেন, আপনার নেতৃত্বে পার্টি বড় জায়গা তৈরি করতে পেরেছে| প্রধানমন্ত্রী উত্তরে বলেন, কেন্দ্র সরকার এর যে সমস্ত সামাজিক সুরক্ষা যোজনা রয়েছে ওই গুলি সাধারণ মানুষের মধ্যে প্রচার করে উৎসাহিত করতে হবে| আমাদের ঠিক করতে হবে যে প্রতিদিন পাঁচ পরিবার একসাথে হয়ে সরকারি যোজনা সম্পর্কে বার্তা পৌঁছে দিতে হবে| পাশাপাশি এটাও তৈরি করতে হবে যে কেন্দ্র এবং রাজ্য সরকারের যে সমস্ত যোজনা লাভ সমাজ-এর প্রান্তিক শ্রেণীর মধ্যে যাতে পৌঁছে যায়| তার জন্য যথোপযোগী ব্যবস্থা গ্রহণ করতে হবে|