হরিয়ানায় গরিষ্ঠতা না পেলেও সরকার গড়ায় আশাবাদী বিজেপি, হাল ছাড়ছে না কংগ্রেস

চন্ডিগড়, ২৪ অক্টোবর (হি.স.) : দুই রাজ্যের বিধানসভা নির্বাচনে হরিয়ানায় পূর্ণসংখ্যা গরিষ্টতা পেল না কোনও দলই | ৯০ আসনের হরিয়ানার ক্ষমতায় থাকা বিজেপি এই নির্বাচনে এখন পর্যন্ত ৩৩টি আসনে জয় হাসিল করেছে | এগিয়ে আসে ৭টি আসনে | অন্যদিকে এই রাজ্যে জাতীয় কংগ্রেস জয়ী হয়েছে ২৯টি আসনে | তারা দুটি আসনে এগিয়ে আছে | এবারের নির্বাচনে সরকার গড়ার ক্ষেত্রে বিশেষ ভূমিকা নিতে চলেছে দুষ্মন্ত চৌতালার জননায়ক জনতা পার্টি | তাঁর দল পেয়েছে দশটি আসন। রাজ্যে সরকার গড়তে চৌতালার সমর্থন পেতে তৎপর উভয় দল | তবে জানা গেছে চৌতালা বিজেপিকেই সমর্থন দিতে চলেছেন | এই অবস্থায় সেখানে পুনরায় সরকার গড়ার বিষয়ে আশাবাদী বিজেপি | ইতিমধ্যেই ওই রাজ্যের ফলাফলের জন্য সেখানে বিপুল ভোট জয়ী হওয়া মনোহরলাল খাট্টারকে অভিনন্দ জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিজেপির সর্বভারতীয় সভাপতি তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | অন্যদিকে সারা দেশে দলের দুরাবস্থার মধ্যে বিধানসভা নির্বাচনে দলের এই ফলাফলে সেখানে সরকার গড়ার আশা ছাড়ছে না উতফুল্ল কংগ্রেস |

গত ২১ অক্টোবর গৃহিত এবারের ৯০ আসনের হরিয়ানা বিধানসভা নির্বাচন পরবর্তী এক্সিট পোলে বিপুল ভোট বিজেপি জয়ের বিষয়টি উঠে এলেও ভোট গণনা দেখা গেল না সেই চিত্র | এই রাজ্যে এখনও পর্যন্ত ভারতীয় জনতা পার্টি  (বিজেপি) পেতে চলেছে ৪০ টি আসন, জাতীয় কংগ্রেস ৩১টি, জননায়ক জনতা পার্টি (জেজেপি) জয়ী হয়েছে ১০টি আসনে এবং অন্যান্যরা পেয়েছে ৯ টি আসন |

এবারের নির্বাচনে সেখানে জয় পেয়েছেন হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহরলাল খাট্টার | হরিয়ানার কারনাল কেন্দ্র থেকে জিতেছেন ৫০ হাজারের বেশি ভোটে । হরিয়ানাতে বিজেপি দূর্গের গায়ে ধস লাগলেও সেনাপতি হিসাবে মনোহর লাল খট্টরের জয় প্রাসঙ্গিক। যদিও হরিয়ানার দাদরি কেন্দ্র থেকে বিজেপির টিকিটে লড়াই করেও বাজিমাত করতে পারেননি কুস্তিগীর ববিতা ফোগত। আখড়া থেকে ভোটের ময়দানে উঠে আসা ববিতা ফোগত এদিনের অন্যতম ভোট-স্টার ছিলেন। যদিও শেষমেশ ভোট যুদ্ধে তিনি হেরে যান। পাশাপাশি হরিয়ানার বরোদা আসন থেকে নির্বাচনে শুরুর দিকে এগিয়ে থেকেও হেরে গেলন যোগেশ্বর দত্ত। কংগ্রেসের কৃষ্ণা হুডার কাছে তিনি হেরে যান।

এদিকে, হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কংগ্রেসের সরকার গঠনের একমাত্র ‘আশা’ এই মুহূর্তে ভূপিন্দর সিং হুদা। তিনি হরিয়ানার গারহি সাম্পনা কিলোই কেন্দ্র থেকে ৫৮,৩২১ ভোটে জয় লাভ করেছেন। তবে ফের একবার হারের মুখ দেখলেন রণদীপ সুরজেওয়ালা। হরিয়ানায় এর আগে, ২ বার জিতে আসলেও, এইবার হরিয়ানার মাটি হতাশ করেছে রণীপকে। তিনি হরিয়ানার কৈথাল কেন্দ্র থেকে হেরে যান ।

অন্যদিকে, এই নির্বাচনে বাজিমাত করেছেন দুষ্মন্ত চৌতালা তিনি তো জিতেছেন সেই সঙ্গে তাঁর জননায়ক জনতা পার্টি পেয়েছে দশটি আসন।  এবারের নির্বাচনে সরকার গড়ার ক্ষেত্রে বিশেষ ভূমিকা নিতে চলেছে দুষ্মন্ত চৌতালার জেজেপি | কারন ৯০ আসনের হরিয়ানায় সরকার গড়তে বিজেপির ৪০ আসনের সঙ্গে জেজেপির ১০টি আসন যোগ হলেই ম্যাজিক ফিগার অর্জন করা সম্ভব | আর ৩১ আসনের কংগ্রেসের সঙ্গে ১০টি আসনের জেজেপির জোট হলেও সরকার গড়তে অন্যান্য দলগুলিরও সমর্থন প্রয়োজন | এই অবস্থায় রাজ্যে সরকার গড়তে চৌতালার সমর্থন পেতে তৎপর উভয় দল | ইতিমধ্যেই দুষ্মন্ত চৌতালার জেজেপি সঙ্গে কথা বলতে শুরু করেছে কংগ্রেস। ফের সরকার গড়ার  চেষ্টায় বন্ধু অকালি দলের মাধ্যমে জেজেপির সঙ্গে রফার চেষ্টা চালাচ্ছে শাসকদল বিজেপি।  

জেজেপি কোন শিবিরে যোগ দেবে তা নিয়ে এখনও পর্যন্ত প্রকাশ্যে কিছু বলেননি দুষ্মন্ত। তিনি বারবার বলেছেন, দু’দলের জন্যই রাস্তা খোলা আছে। তবে জানা গেছে তিনি বিজেপিকেই সমর্থন দিতে চলেছেন | যার ফলে ওই রাজ্যে পুনরায় সরকার গড়ার ক্ষেত্রে আশাবাদী চৌতালার কাছে আশ্বাস পেয়েই রাজ্যপালের সঙ্গে দেখা করার সময়ও চেয়েছেন মনোহরলাল খাট্টার। তিনি জেজেপির সমর্থনে সরকার গড়ার দাবি জানাবেন বলে মনে করা হচ্ছে। যদিও, জেজেপির তরফে সরকারিভাবে বলা হচ্ছে, আগামীকাল অর্থাৎ শুক্রবার দলের বিধায়কদের বৈঠকের পরই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন তাঁরা। এদিকে, কংগ্রেস নেতা ভুপিন্দর সিং হুডাও আশা ছাড়ছেন না। তিনিও দুষ্মন্তের সঙ্গে যোগাযোগ করেছেন বলে খবর।
পরিস্থিতি যা সেখান পুনরায় সরকার গড়ার ক্ষেত্রে আশাবাদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিজেপির সর্বভারতীয় সভাপতি তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | তাঁরা ইতিমধ্যেই এই রাজ্যে দলের ফলাফলের জন্য মনোহরলাল খাট্টারকে । অভিনন্দন জানিয়েছেন | নরেন্দ্র মোদী এবং অমিত শাহ হরিয়ানাবাসীকে সমর্থনের জন্য ধন্যবাদ জানান, বলেন রাজ্যবাসী দুর্নীতির বিরুদ্ধে ভোট দিয়েছেন | সেই সঙ্গে মনোহরলাল খাট্টারকে ধন্যবাদ জানিয়ে বলেন, এই রাজ্যের প্রবণতাই হল সরকার বদল | এই অবস্তায় পূর্ণসময় সরকার চালিয়ে সেখানে দলের এই ফলাফল যথেষ্ট | যার জন্য তিনি মনোহরলাল খাট্টারকে ধন্যবাদ জানান |  

এদিকে, এদিন সন্ধ্যায়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অমিত শাহ হরিয়ানাবাসীকে সমর্থনের জন্য ধন্যবাদ জানালে ফুঁসে ওঠেন কংগ্রেস নেতা আনন্দ শর্মা। সাংবাদিক বৈঠক ডেকে তিনি বলেন, ‘‘মানুষের রায় মাথা পেতে নিচ্ছি আমরা। কিন্তু আজ নৈতিক ভাবে পরাজিত হয়েছে বিজেপি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিজেপি সভাপতি অমিত শাহ এবং দলের নেতৃত্ব বাস্তব থেকে অনেক দূরে।

তবে বর্তমান অবস্থায় সেখানে আগামী সরকার কারা গড়ছেন তাঁর জন্য অবশ্যই আরও একটি দিন আপেক্ষা করতে হবে | কারন জেজেপি নেতা দুষ্মন্ত চৌটালা এখনই অবস্থান স্পষ্ট করতে রাজি নন।  তিনি জানিয়েছেন, শুক্রবার দলের সদ্য নির্বাচিত জনপ্রতিনিধিদের নিয়ে তিনি বৈঠক করবেন।  গণতান্ত্রিক পদ্ধতি মেনে সেখানে নেতা নির্বাচন করা হবে।  দলের ইস্তাহারে যা বলা হয়েছিল, যে দল তা মেনে নেবে, হরিয়ানার মানুষের কথা ভেবে সেই দলকেই তাঁরা সমর্থন করবেন সরকার গড়ার জন্য।