নিজস্ব প্রতিনিধি, কাঞ্চনপুর, ২০ অক্টোবর৷৷ উত্তর জেলার কাঞ্চনপুরে সুভাষনগর এলাকায় এক নাবালিকার শ্লীলতাহানি করা হয়েছে বলে অভিযোগ৷ অভিযুক্ত হয়েছে ওই নাবালিকার জেঠু৷ তাছাড়া আরও দুই যুবক৷ জেঠু সংগ্রাম রিয়াং ওই নাবালিকাকে মদের আসরে নিয়ে যায়৷
সেখানে ওই নাবালিকে আরও দুই যুবক সুব্রত চন্দ ও বিধান দাসের হেপাজতে দেয় সংগ্রাম৷ সেখানে নাবালিকাকে মদ ও মাংস খাওয়ানো হয়! তারপর তিনজন মিলে শ্লীলতাহানি করে৷ পরে পরিবারের লোকজন বিষয়টি কাঞ্চনপুর থানায় জানায়৷ পুলিশ সংগ্রাম রিয়াংকে গ্রেপ্তার করেছে৷ বাকিরা পালিয়ে গা ঢাকা দিয়েছে৷