শিক্ষক বদলির প্রতিবাদে সুকলে তালা দিল পড়ুয়ারা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ অক্টোবর৷৷ শিক্ষক বদলির প্রতিবাদে সুকলের প্রধান দরজায় তালা ঝুলালো ছাত্রছাত্রীরা৷ ঘটনা অমরপুর বিদ্যালয় শিক্ষা দপ্তরের অধিন ঝড়ঝড়িয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে৷ ঘটনার পরিপ্রেক্ষিতে সংবাদ, গত কয়েখদিন আগে বিদ্যালয়টির ভারপ্রাপ্ত শিক্ষক সুজিত কুমার দাসের বদলির আদেশ আসে৷ সেই মোতাবেক সুজিত দাস আজ ওনার ইনচার্জ পদ বিদ্যালয়ের জনৈক শিক্ষকের হাতে তুলে দিয়ে বিদ্যালয় থেকে রিলিজ নেবেন৷


কিন্তু ছাত্রছাত্রীদের হৃদয়ের গভীরে থাকা শিক্ষক বদলি হয়ে অন্যত্র চলে যাবেন তা মানতে নারাজ বিদ্যালয়ের সকল শ্রেণী কক্ষের ছাত্রছাত্রীরা৷ আর তারই প্রতিবাদ স্বরূপ বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা সকাল ছয়টার সময় বিদ্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলিয়ে প্রতিবাদ জানাতে থাকে৷ এদিকে এলাকার রাজনৈতিক ব্যক্তিত্বরা আপ্রাণ চেষ্টা করেও ছাত্রছাত্রীদের দেওয়া তালা খুলতে পারেনি৷ এরই মাঝে বিদ্যালয়ে এসে হাজির হন বিদ্যালয় পরিদর্শক৷


তিনি বিদ্যালয়ের ছাত্রছাত্রীসহ অভিভাবকদের সাথে দীর্ঘ আলোচনা করেন৷ কিন্তু ছাত্রছাত্রীরা মানতে নারাজ৷ তাদের দাবি একটাই৷ সুজিত কুমার দাস বিদ্যালয়ে আসার পর বিদ্যালয়েণ অনেক উন্নতি হয়েছে৷ এছাড়া ছাত্রছাত্রীরা এও স্বীকার করেন যে এবছর বিদ্যালয়ে পাশের হার কম, কিন্তু নিয়ে সুজিত কুমার দাসকে দায়ি করা চলবে না৷ ছাত্রছাত্রীদের অভিযোগ বিদ্যালয়ে এমন কিছু শিক্ষক আছেন যারা প্রায়ই দেরিতে বিদ্যালয়ে প্রবেশ করেন এবং ক্লাশ ও ভালোভাবে করে না৷


তারজনই বিদ্যালয়ে পাশের হারে এমন করুন অবস্থা৷ তাই সুজিত কুমার দাসকে পুনরায় ফিরিয়ে না দেওয়া পর্যন্ত সুকলে এই তালা ঝুলছে ঝুলবে মুড়ে অনড় ছাত্রছাত্রীরা পরবর্তী পরিস্থিতি বেগতীক দেখে এলাকার শাসক দলের নেতারা খবর দেন মন্ডল সদস্য সঞ্জয় চক্রবর্তীকে৷ তিনি গিয়ে ছাত্রছাত্রীদের বুঝিয়ে বিদ্যালয়ের তালা খুলেন৷ এবং আগামীকাল এস এম সি কমিটি, অইভভাবক সহ ছাত্রছাত্রীরা এক রেজুলেশন লিখে সকলে সাক্ষর করে আই এসকে দেবেন৷ যাতে উল্লেখ থাকবে শিক্ষক সুজিত দাসকে বিদ্যালয়ে পুনরায় ফিরিয়ে দেওয়ার৷ এতেই শান্ত হয় ছাত্রছাত্রীরা৷