বিশালগড়ে সিপিএম পার্টি অফিসে দুসৃকতিদের হামলা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ অক্টোবর৷৷ দেশব্যাপী ঘনায়মান গভীর আর্থিক মন্দা সৃষ্টির জন্য দায়ী কেন্দ্রীয় সরকারের অনুসৃত করপোরেটমুখী নীতির প্রতিবাদে এবং বামপন্থী দলগুলোর ৭ দফা দাবির ভিত্তিতে সর্বভারতীয় কর্মসূচির অঙ্গ হিসেবে বুধবার বিশালগড়ে বামপন্থীদের মিছিল ও সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল৷ পুলিশের অনুমতি না মেলায় সিপিআই(এম) বিশালগড় মহকুমা দপ্তরের হলঘরে হলসভা করার জন্য সিদ্ধান্ত হয়৷ বুধবার বেলা ১০.৩০ মিনিট নাগাদ বিজেপি আশ্রিত কিছু দুষৃকতি বিশালগড় মহকুমা দপ্তরের পেছনের দরজা দিয়ে ঢুকে পার্টি অফিসে হামলা, লুটতরাজ, ভাংচুর সংগঠিত করে৷ ৮টি বাইক ভাংচুর করা হয়েছে৷


শহীদ গৌতম দত্তের প্রতিকৃতি, রান্নাঘর, বিশ্রামকক্ষ, টেলিভিশন, কম্পিউটার এবং বেশ কয়েকটি আলমারি ভাঙা হয়৷ অন্যান্য আসবাবপত্র ও কাগজপত্র বিনষ্ট করা হয়৷ প্রায় আধঘন্টা ধরে দুষৃকতিকারীরা অফিসে তান্ডব চালায়৷ পুলিশকে খবর দিলেও পুলিশ অনেক দেরিতে আসে৷ পুলিশ আসার পর দুষৃকতিকারীরা পুলিশের সামনে দিয়েই অফিস থেকে বেরিয়ে যায় বলে অভিযোগ৷
ত্রিপুরা বামফ্রন্ট কমিটি বামপন্থী দলগুলোর পূর্বঘোষিত কর্মসূচী বানচালের উদ্দেশ্যে বিশালগড় সিপিআই(এম) পার্টি অফিসে নতুন হামলার তীব্র নিন্দা জানিয়েছে এবং পার্টি অফিস ভাংচুরের ঘটনায় জড়িত বিজেপি নামধারী দুর্বৃত্তদের গ্রেপ্তারের দাবি জানিয়েছে৷


বিজেপির সাম্প্রদায়িক রাজনীতি ও করপোরেটমুখী অর্থনীতির দৌলতে দেশ আজ যে সংসকটের মধ্যে ডুবেছে তার বিরুদেধ জনগণের পুঞ্জিভূত ক্ষোভের বহিঃপ্রকাশ আটকানোর এই ফ্যাসিস্টসুলভ কায়দা বিজেপি পরিচালিত কেন্দ্রীয় ও রাজ্য সরকারের স্বৈরাচারী দৃষ্টিভঙ্গির পরিচায়ক এবং দুর্বলতার লক্ষণ বলে সিপিএমের পক্ষ থেকে অভিমত ব্যক্ত করা হয়েছে৷ ত্রিপুরা বামফ্রন্ট কমিটি এই হামলার প্রতিবাদে এবং সংকট ও মন্দা নিরসনে বামদলগুলোর উত্থাপিত ৭ দফা দাবির সমর্থনে ক্ষতিগ্রস্ত সব অংশের জনগণকে ঐক্যবদ্ধ প্রচার ও আন্দোলনে শামিল হওয়ার আহ্বান জানাচ্ছে৷