দেশে নরেন্দ্র ও মহারাষ্ট্রে দেবেন্দ্রর ফর্মুলা সুপারহিট প্রমাণিত হয়েছে : নরেন্দ্র মোদী

মুম্বই, ১৬ অক্টোবর (হি.স.) : দেশে নরেন্দ্র এবং মহারাষ্ট্রে দেবেন্দ্রর ফর্মুলা সুপারহিট প্রমাণিত হয়েছে। সেই কারণে দেবেন্দ্র ফড়নবিশকে ফের মুখ্যমন্ত্রী পদে বসানোর জন্য রাজ্যবাসী বিজেপি প্রার্থীদের জেতাতে বিপুল পরিমাণে ভোট দেবে। বুধবার নবি মুম্বইয়ের খারঘরের নির্বাচনী জনসভা থেকে আত্মবিশ্বাসের সঙ্গে এমনই দাবি করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

এদিন মহারাষ্ট্রের আকোলা, জালনা এবং নবি মুম্বইয়ের খারঘরের জনসভায় বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। খারঘরে জনসভায় প্রধানমন্ত্রী জানিয়েছেন যে বিপুল পরিমাণ জনসমাগম প্রতিটি জনসভায় হচ্ছে, তার থেকে প্রমাণিত  বিজেপি-শিবসেনা জোট প্রার্থীরা বিপুল ভোট পেয়ে জয়যুক্ত হবেন। কংগ্রেস ও এনসিপির বিরুদ্ধে সরব হয়ে প্রধানমন্ত্রী জানিয়েছেন, কংগ্রেস-এনসিপি জোট যখন রাজ্যে ক্ষমতায় ছিল তখন মাফিয়া রাজ বেড়ে গিয়েছিল। বিল্ডার্সদের ইচ্ছা মতো সবকিছু হত। কিন্তু কেন্দ্রে নরেন্দ্র  ও রাজ্যে দেবেন্দ্রর সরকার আসার পর পরিস্থিতির পরিবর্তন হয়। তিনি আরও বলেন, ঝুপড়িবাসীদের পাকা বাড়ি দেওয়ার কাজ সরকার দ্রুত গতিতে করছে। মেট্রো রেলের কাজ নবি মুম্বইতে তীব্র গতিতে হচ্ছে। দ্রুত বাণিজ্যিক হাবে পরিণত হবে এই নবি মুম্বই। এতে কর্মসংস্থান তৈরি হবে। গরিবদের কল্যাণ করার পাশাপাশি তাদের গড়িমা পুনরুদ্ধারের কাজ করে চলেছে বিজেপি সরকার।

এদিন জালনার পুরতুরের জনসভায় প্রধানমন্ত্রী জানিয়েছিলেন, মারাঠাওয়াড়া থেকে কংগ্রেস এবং এনসিপির বহু নেতা রাজ্যের মন্ত্রী হয়েছিলেন। কিন্তু মারাঠাওয়াড়ার কোনও প্রকারের উন্নয়ন হয়নি। এই সকল মন্ত্রীরা নিজেদের উন্নয়নই করে গিয়েছে। ফড়নবিশের সরকার গঠন হওয়ার পর মারাঠাওয়াড়ায় উন্নয়ন যজ্ঞ শুরু হয়।