লক্ষ্মী পূজায় বাজি পুড়ানোকে কেন্দ্র করে পৃথক স্থানে গুরুতর আহত তিন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ অক্টোবর ৷৷ লক্ষ্মী পূজার বাজি পোড়ানোকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ গুরুতর ভাবে আহত হল এক যুবক৷ অভিযুক্তর বিরুদ্ধে মামলা দায়ের মধুপুর থানায়৷ ঘটনার বিবরণে জানা যায় মধুপুর থানার অন্তর্গত কমলাসাগরের নতুন কলোনি এলাকায় রবিবার রাতে তিন বন্ধু মিলে বাজি পোড়াচ্ছিল৷ তখন পাস দিয়ে বাইক নিয়ে যাচ্ছিল কাজল সরকার নামে এক মাঝ বয়সী যুবক৷ কাজল সরকার আচমকা বাইক থেকে নেমে ঐ তিন যুবকের উপর চড়াও হয়৷

এতে সুজিত সরকারের মাথায় আঘাত লাগে৷ সুজিত সরকারের মাথা ফেটে যায় এবং সে মাটিতে লুটিয়ে পড়ে৷ স্থানীয়রা সাথে সাথে আহত সুজিত সরকারকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে মধুপুর হাসপাতালে নিয়ে আসে৷ অভিযুক্ত কাজল সরকারের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে মধুপুর থানায়৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে৷ পুলিশ ঘটনার তদন্তে নেমেছে৷


লক্ষ্মী পুজোর রাতে বাজী ফোটানোকে কেন্দ্র করে আক্রান্ত মা ও ছেলে৷ ঘটনা রাজধানীর ভাটি অভয়নগর ঋষি পাড়ায়৷ এই ঘটনায় অভিযোগ জানিয়ে পশ্চিম থানায় মামলা দায়ের অভিযুক্তদের বিরুদ্ধে৷ বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন পরিমল ঋষি দাস৷ অন্যদিকে আক্রমণে ডান পা ভেঙ্গে যায় মা তুলসী ঋষি দাসের৷ ছেলেকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হন তিনি৷ তাঁর উপর চড়াও হয় অভিযুক্তরা বলে অভিযোগ৷ এমনকি তাঁর সঙ্গে দুর্ব্যহার করা হয় বলে দাবি করেন তিনি৷ এই ঘটনায় অভিযুক্তদের নাম জানিয়ে থানার দারস্থ হন তুলসি ঋষি দাস৷ গোটা ঘটনায় ওলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে৷