নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ অক্টোবর ৷৷ আমতলী থানা এলাকায় লক্ষ্মী পুজার রাতে একটি বাড়িতে হামলা, ভাঙচুরের ঘটনা সংগঠিত হয়েছে৷ ঘটনাকে কেন্দ্র করে পশ্চিম ডুকলির বনকুমারী এলাকায় তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে৷ এ ব্যাপারে আমতলী থানায় অভিযুক্তদের নামধান উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে৷
লক্ষ্মী পুজার রাতে আগরতলা শহর দক্ষিণাঞ্চল আমতলী থানাধীন পশ্চিম ডুকলির বনকুমারী এলাকার গৌতম দাসের বাড়িতে কতিপয় দুর্বৃত্ত হামলা ও ভাঙচোরের ঘটনা সংগটিত করেছে৷ গৌতম দাসকে হত্যার উদ্দেশ্যেই দা, লাঠি, বল্লম ইত্যাদি নিয়ে ওই বাড়িতে চড়াও হয় দুর্বৃত্তরা৷ কোনক্রমে ঘরের পেছনের দিকে জানালা দিয়ে পালিয়ে আত্মরক্ষা করেছে গৌতম দাস, তার স্ত্রী, সন্তান ও বৃদ্ধা মা৷ জানা যায়, স্থানীয় কতিপয় দুর্বৃত্তের সঙ্গে পুরোনো কোন বিষয়কে নিয়ে বাকবিতন্ডা হয়৷
এরই জের ধরে তার বাড়িতে হামলা ও ভাঙচোরের ঘটনা সংগঠিত হয়েছে৷ গৌতম দাসের মারুতি গাড়িটিও ভাঙচোর করা হয় বলে অভিযোগ৷ গৌতম দাসের মা মায়ারাণী দাস জানান, ঘর থেকে নগদ টাকা এবং সোনা গয়নাও ছিনতাই করে নিয়ে গেছে তারা৷ বিষয়টি লিখিতভাবে জানিয়ে আমতলী থানায় অভিযুক্তদের নামধান উল্লেখ করেন মামলা দায়ের করা হয়েছে৷ আমতলী থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷ তবে এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তারের সংবাদ নেই৷ ঘটনাকে কেন্দ্র করে ওই এলাকায় টানটান উত্তেজনা বিরাজ করছে৷
লক্ষ্মীপুজার রাতে আমতলীর পশ্চিম ডুকলির বনকুমারী এলাকায় এধরনের লঙ্কা কাণ্ড ঘিরে স্থানীয় জনমনে তীব্র আতঙ্কের সৃষ্টি হয়৷ ঘটনার সুষ্ঠু তদন্তক্রমে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে৷