হোশঙ্গাবাদ(মধ্যপ্রদেশ), ১৪ অক্টোবর (হি.স.) : মর্মান্তিক পথ দুর্ঘটনায় নিহত চার জাতীয়স্তরের হকি খেলোয়াড়। সোমবার সকালে দুর্ঘটনাটি মধ্যপ্রদেশের হোশঙ্গাবাদে ঘটেছে।

ধ্যানচাঁদ ট্রফিতে খেলার জন্য ইটারসি থেকে হোশঙ্গাবাদের দিকে গাড়িতে করে আসছিল সাত জাতীয়স্তরের হকি খেলোয়াড়। রাইসালপুর গ্রামের কাছে ৬৯ নম্বর জাতীয় সড়ক দিয়ে যাওয়ার সময় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে একটি গাছে ধাক্কা মারে। এরপরে গাড়িটি উল্টে রাস্তার ধারে গিয়ে পড়ে। প্রাথমিক তদন্তের পর মনে করা হচ্ছে অতিরিক্ত দ্রুত গতিতে যাওয়ার জন্যই এই দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনার বিকট শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা ছুটে আসে। খবর দেওয়া হয় পুলিশকে। ঘটনাস্থলে পুলিশ এসে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চারজনকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসকেরা। আহত তিনজনের চিকিৎসা চলছে। গাড়িতে মোট সাতজন ছিল।

