সাতসকালে রাবার বাগানে ৫০০ কেজি শুকনো গাঁজা উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ১২ অক্টোবর৷৷ সাতসকালে রাবার বাগানে ৫০০ কেজি শুকনা গাজা উদ্ধার করেছে বিএসএফ৷ ওই গাজা উদ্ধারের ঘটনায় অবশ্য কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ৷ ফলে, রাবার বাগানে বস্তাবন্দি গাঁজা কিভাবে এসেছে তা নিয়ে পুলিশ ও বিএসএফ দ্বন্দ্বে পড়েছে৷

শনিবার সাত সকালে গোপন খবরের ভিত্তিতে সিপাহীজলা জেলায় কমলাসাগর থানাধীন কামথানা বিওপি-র ৭৪ নং বিএসএফ জওয়ানরা হরিহরদোলা সীমান্ত এলাকার একটি রাবার বাগান থেকে আনুমানিক পাঁচশো কেজি শুকনো গাঁজা উদ্ধার করেছে৷সীমান্ত রক্ষীরা পরবর্তী সময়ে পুলিশকে খবর দেয়৷যদিও শুকনো গাঁজার চারটি ড্রাম,পনেরটি বস্তায় গাঁজা গুলো মজুত করা ছিলো৷প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে কোন পাচারকারীরা হরিহরদোলা রাবার বাগানে গাঁজা গুলো রেখেছিল৷

পুলিশের অনুমান, নেশাকারবারির সাথে যুক্ত পাচারকারীরা পাচারের উদ্দেশ্যে ওই রাবার বাগানে গাঁজা লুকিয়ে রেখেছিল৷যদিও মজুত কৃত গাঁজার পাচার চক্রের কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ৷গাঁজা গুলোর বাজার মূল্য আনুমানিক পঞ্চাশ লক্ষ টাকা হবে বলে পুলিশ জানিয়েছে৷

প্রসঙ্গত, ত্রিপুরায় প্রতিনিয়ত কোথাও না কোথায় নেশাদ্রব্য উদ্ধার করছে পুলিশ৷ কঠোর ভাবে নেশা বিরোধী অভিযান চালাচ্ছে পুলিশ, সাফল্যও এসেছে অনেক৷ তবুও কিভাবে সাহস পাচ্ছে নেশা কারবারিরা, সেই প্রশ্ণের কোন উত্তর আজও মিলেনি৷ কঠোর নিরাপত্তা বেষ্টনীতে থেকেও গাঁজা, এসকফ, ইয়াবা টেবলেট প্রতিনিয়ত উদ্ধার করছে পুলিশ৷