জলের দাবীতে খাসিয়ামঙ্গলে পথ অবরোধ

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ২৭ সেপ্ঢেম্বর৷৷ শুখা মরশুমের শুরুতেই তীব্র পানীয় জলের সঙ্কট৷ জলের দাবিতে তেলিয়ামুড়া অমরপুর সড়ক অবরোধ করল এলাকাবীসারা৷ ঘটনা খাসিয়ামঙ্গল এলাকায়৷ শুক্রবার সকাল সাড়ে ৮টা নাগাদ৷ অবরোধ চলে প্রায় তিন ঘণ্টা ধরে৷


শুখা মরশুমের শুরুতেই জলস্তর নিচে নেমে যায়৷ ফলে খাসিয়ামঙ্গল এলাকায় তীব্র পানীয় জলের সঙ্কট দেখা দেয় গত কয়েকদিন ধরে৷ এই সমস্যা নিরসনের জন্য এলাকাবাসীরা শুক্রবার সকাল সাড়ে ৮টা নাগাদ তেলিয়ামুড়া- অমরপুর সড়ক অবরোধ করে খাসিয়ামঙ্গলে৷ ফলে রাস্তার উভয়দিকে যাত্রীবাহী যানবাহন আটকে পড়ে৷ দেখা দেয় যাত্রী দুর্ভোগ৷ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান তেলিয়ামুড়া এসডিপিও, তেলিয়ামুড়া ব্লক আধিকারিক সহ বিশাল পুলিশ বাহিনী৷ প্রশাসন দফায় দফায় অবরোধকারীদের সাথে কথাবার্তা বলেন৷


কিন্তু অবরোধকারীরা তাদের দাবিতে অনড় থাকে৷ এই অবরোধ চলে তিন ঘণ্টা ধরে৷ পরে সড়ক অবরোধ স্থলের সংলগ্ণ এলাকায় থাকা বিএসএফ জওয়ান ছুটে এসে জল সরবরাহ করার প্রতিশ্রুতি দেয়, এর পাশাপাশি ডিডব্লিউএস দপ্তর ও ওয়াটার পাম্প মেশিনটি সাড়াই করে নিত্যদিন জল সরবরাহ করবে৷ প্রতিশ্রুতি পেয়ে অবরোধকারীরা অবরোধ প্রত্যাহার করে নেয়৷