নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ সেপ্ঢেম্বর৷৷ আবারও পুড়িয়ে ধবংস করা হল প্রচুর পরিমাণ গাঁজা৷ বোধজংনগরে শুক্রবার পোড়ানো হয় ১৪৩৮কেজি গাঁজা৷ গতবছর সোনামুড়ার কমলনগর এলাকা থেকে ওইসব গাঁজা উদ্ধার করা হয়েছিল৷ বাজেয়াপ্ত করা ওই গাঁজা আদালতের নির্দেশে শুক্রবার পুড়িয়ে ধবংস করে দেওয়া হয়৷ আরও প্রচুর পরিমাণে গাঁজা মজুত রয়েছে৷

আদালতের নির্দেশ পাওয়ার সেগুলিও ধবংস করা হবে বলে জানিয়েছেন এক আরক্ষা আধিকারিক৷ উল্লেখ্য, নতুন সরকার রাজ্যে অধিষ্ঠিত হওয়ার পর রাজ্যকে নেশামুক্ত রাজ্য হিসেবে গড়ে তোলার ঘোষণা দিয়েছে৷ এই স্বপ্ণ বাস্তবায়নের লক্ষ্যেই রাজ্যে গাঁজা চাষ পুরোপুরি বন্ধ করে দেওয়া এবং গাঁজা পাচার বন্ধের লক্ষ্যে প্রশাসন কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে৷ এর ফলে রাজ্যে গাঁজা চাষ প্রায় বন্ধ হয়ে গেছে৷ গাঁজা পাচারকারীরাও হাত পা গুটিয়ে বসে আছে৷ অনেকের বিরুদ্ধেই এনডিপিএস ধারায় মামলা গৃহীত হয়েছে৷ বেশ কিছু সংখ্যক জেল হাজতে রয়েছে৷ ইতিমধ্যেই যাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না তাতে স্থাবর অস্থাবর সম্পত্তি এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিল করে দেওয়ার উদ্যোগ নিয়েছে প্রশাসন৷
