জম্মু, ২৮ সেপ্টেম্বর (হি. স.) : ভারতীয় সেনাবাহিনীর নায়েক রাজেন্দ্র সিং শনিবার রামবান জেলার বাটোতে শহরে গুলির লড়াইয়ের সময় প্রাণ হারান। সিআরপিএফ সূত্রের খবর, এদিন মেইন মার্কেটে তল্লাশি অভিযান চলাকালীন অজ্ঞাতপরিচয় সন্ত্রাসীরা সেনাবাহিনীর ওপর একটি গ্রেনেড ছুঁড়ে পালিয়ে যায়।

এদিন জম্মু কাশ্মীরের গান্ডেরবাল জেলায় সুরক্ষা বাহিনীর গুলিতে খতম হয়েছে একজন সন্ত্রাসবাদী| নিহত সন্ত্রাসবাদীর নাম ও পরিচয় অবশ্য জানা যায়নি| ভারতীয় সেনাবাহিনীর নর্দার্ন কম্যান্ড জানিয়েছে, শনিবার জম্মু ও কাশ্মীরের গান্ডেরবাল, রামবান এবং ডোডায় যৌথ তল্লাশি অভিযান চালায় সেনাবাহিনী ও সিআরপিএফ| গান্ডেরবালে খতম হয়েছে একজন সন্ত্রাসবাদী| উদ্ধার করা হয়েছে আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ| অন্যদিকে, প্রতিরক্ষা মন্ত্রকের মুখ্য জনসংযোগ আধিকারিক (জম্মু) জানিয়েছেন, শনিবার সকাল ৭.৩০ মিনিট নাগাদ রামবান জেলার বাটোতে এলাকায় সাধারণ নাগরিকের গাড়ি থামানোর চেষ্টা করে দুই থেকে তিনজন সন্দেহভাজন| কিন্তু, ওই গাড়ির চালক গাড়ি না থামিয়ে সেনাবাহিনীর ক্যুইক রেসপন্স টিম-কে তৎক্ষণাৎ খবর দেন| এরপরই সুরক্ষা বাহিনী ও সন্দেহভাজনদের মধ্যে শুরু হয় গুলির লড়াই| সুরক্ষা বাহিনীর তাড়া খেয়ে বাটোতে শহরের মার্কেট এলাকায় সাধারণ নাগরিকের বাড়িতে ঢুকে পড়ে সন্দেহভাজনরা| রামবান জেলার বাটোতে শহরে সাধারণ নাগরিকের বাড়িতে ঢুকে পড়া সন্দেহভাজনদের মধ্যে তিনজন সন্ত্রাসবাদীকে খতম করেছে সেনাবাহিনী। আটকে পড়া গৃহকর্তাকেও নিরাপদে বের করে এনেছে সেনাবাহিনী।

