নেশা সামগ্রী উদ্ধার কৈলাসহরে

নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ২৬ সেপ্ঢেম্বর৷৷ কৈলাসহর থানা এবং ২৯ ব্যাটেলিয়ান আসাম রাইফেল যৌথভাবে অভিযান চালিয়ে বৃহস্পতিবার দুপুরে কৈলাসহরের কনকপুর এলাকায় আতিবুর রহমান এর বাড়িতে প্রচুর টাকার নেশা সামগ্রী উদ্ধার করে৷ আতিবুর রহমান সহ অপর এক যুবক গ্রেপ্তার করা হয়৷ কৈলাসহর থানার ওসি জানান, পুলিশ এবং আসাম রাইফেলস যৌথভাবে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তিন কৌটা ব্রাউন সুগার, প্রচুর ইনজেকশনের সিরিঞ্জ এবং ২ লক্ষ ৪০ হাজার টাকা উদ্ধার করে৷ আতিবুর রহমান এবং দিব্যজ্যোতি ভট্টাচার্য নামে দুই যুবককে গ্রেফতার করে থানায় আনা হয়৷ ওসি দেবাশীস সাহা জানান, আতিবুর রহমানের বিরুদ্ধে কৈলাসহর থানায় এনডিপিএস ধারায় দুটি মামলা চলছে৷

কিছুদিন পূর্বে আতিবুর এনডিপিএস মামলায় জেল খেটে বের হয়৷ মামলাগুলি এখনো কৈলাসহর আদালতে বিচারাধীন রয়েছে৷ আবারও আতিবুর রহমানের বাড়ি থেকে নগদ টাকা সহ নেশা সামগ্রী উদ্ধার করা হয় ৷ এছাড়া দেবজ্যোতি ভট্টাচার্যকে গ্রেপ্তার করার পর কৈলাসহর এর এসডিপিও চন্দন সাহা জানান, গ্রেফতারের পর তারা প্রাথমিকভাবে স্বীকার করে যে, নগদ টাকা এবং নেশা সামগ্রী তার নিজের৷ সে অনেকদিন ধরে কৈলাসহরের কনকপুর এলাকায় নেশা সামগ্রী বিক্রি করে আসছে৷ পুজোর প্রাক্কালে নেশা সামগ্রী বিক্রেতাকে পুলিশ আটক করায় কিছুটা হলেও স্বস্তি ফিরেছে সাধাররণ মানুষের মধ্যে৷