নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ সেপ্ঢেম্বর৷৷ রাজ্যে এয়ার এশিয়ার বিমান পরিষেবা আগামী ২০ অক্টোবর থেকে চালু হচ্ছে৷ আগরতলা-কলকাতা রুটে ওই বিমান প্রতিদিন যাতায়াত করবে৷ একই সাথে আগরতলা থেকে গুয়াহাটি এবং ইমফলও এয়ার এশিয়ার বিমান পরিষেবা শুরু হচ্ছে৷ সংস্থা টিকিটের বাণিজ্যিক বিক্রিও শুরু করে দিয়েছে৷

সংস্থার জনৈক আধিকারিক জানিয়েছেন, আগরতলা- কলকাতা রুটে প্রতিদিন একটি বিমান চালাবে এয়ার এশিয়া৷ এয়ারবাস ৩২০ মডেলের বিমান আগরতলা-কলকাতা রুটে যাত্রী পরিবহণ করবে৷ তিনি আরও জানিয়েছেন, আই-৫ ৫৮০ বিমানটি প্রতিদিন কলকাতা- আগরতলা এবং আই-৫ ৫৮১ বিমানটি আগরতলা-কলকাতা যাতায়াত করবে৷ তাঁর কথায়, ওই বিমান কলকাতা থেকে ১২টা ৪৫ মিনিটে ছাড়বে এবং আগরতলায় ১-টা ৫০ মিনিটে পৌঁছাবে৷ তেমনি, আগরতলা থেকে ৪-টা ৫৫ মিনিটে ছাড়বে এবং ৬-টা ১০ মিনিটে কলকাতায় পৌঁছবে৷
এদিকে, আগরতলা-কলকাতা রুটে টিকিটের বাণিজ্যিক বিক্রি শুরু হয়ে গেলেও গুয়াহাটি রুটে ফেব্রুয়ারি থেকে টিকিট পাওয়া যাচ্ছে৷ বাণিজ্যিক বিক্রি শুরু হয়েছে ঠিকই, কিন্তু জানুয়ারি পর্যন্ত তারা পরিষেবা শুরু করছে৷ ওই আধিকারিকের কথায়, সপ্তাহে চারদিন আগরতলা-গুয়াহাটি বিমান পরিষেবা চালু হওয়ার সূচি হলেও, এখনও সঠিকভাবে ওই রুট পরিষেবা শুরু করছে না এয়ার এশিয়া৷
অন্যদিকে, আগরতলা-ইমফল রুটে সপ্তাহে ৩-দিন বিমান চালানোর সূচি নির্ধারিত করেছে এয়ার এশিয়া৷ কিন্তু, অক্টোবর মাসে সপ্তাহে একদিন করে বিমান চলবে ওই রুটে৷ তবে, একমাস অন্তর সপ্তাহে একদিন করে বাড়বে বিমান যাতায়াত৷ ওই আধিকারিকের কথায়, ডিসেম্বর থেকে সপ্তাহে ৩ দিন আগরতলা-ইমফল রুটে বিমান যাতায়াত করবে৷
ধারণা করা হচ্ছে, এয়ার এশিয়ার বিমান পরিষেবা ত্রিপুরায় শুরু হলে বিমানের টিকিট সংকট কিছুটা কমবে৷ ওই আধিকারিক জানিয়েছেন, এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া আগরতলায় বিমান পরিষেবা শুরু করার অনুমতি দিয়েছে৷ তাছাড়া, আগরতলায় বিমান পরিষেবা চালু করার ক্ষেত্রে প্রয়োজনীয় পরিকাঠামো গড়ে তোলার কাজ ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে৷

