নয়াদিল্লি, ২৬ সেপ্টেম্বর (হি.স.) রামজন্মভূমি মামলার যাবতীয় শুনানি ১৮ অক্টোবরের মধ্যে শেষ করতে হবে। বৃহস্পতিবার এই মামলার সঙ্গে যুক্ত সব পক্ষেকে এমন জানাল দেশের শীর্ষ আদালত। ১৮ অক্টোবরের মধ্যে শুনানি প্রক্রিয়া শেষ করতে না পারলে এর জন্য আর বাড়তি সময় দেওয়া হবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন দেশের শীর্ষ আদালতের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ। তিনি আরও বলেন যে রায় লেখার জন্য চার সপ্তাহ সময় লাগবে।

সুপ্রিম কোর্টের পাঁচ সদস্যের ডিভিশন বেঞ্চে রঞ্জন গগৈ ছাড়াও রয়েছেন এস এ বোবদে, ডি ওয়াই চন্দ্রচূড়, অশোক ভূষণ, এস আবদুল নজির ১৮ অক্টোবরের মধ্যে শুনানি শেষ করার জন্য মামলার সকল পক্ষকে এগিয়ে আসতে বলেছেন। অন্যদিকে সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি এফএমআই কালিফুল্লা, আধ্যাত্মিক গুরু শ্রীশ্রী রবিশঙ্কর, বর্ষীয়ান আইনজীবী শ্রীরাম পাচুরকে মধ্যস্থতাকারি হিসেবে নিযুক্ত করেছিল সুপ্রিম কোর্ট। এই মধ্যস্থতাকারি প্যানেলকে আট সপ্তাহ সময় দেওয়া হয়েছিল। মে মাসের ১০ তারিখে প্যানেলের পক্ষ থেক সুপ্রিম কোর্টকে অভ্যন্তরীণ রিপোর্ট জমা দেয়। ১৫ আগস্ট পর্যন্ত প্যানেলকে বাড়তি সময় দিয়েছিল সুপ্রিম কোর্ট। মধ্যস্থতাকারি দল ব্যর্থ হওয়ায় ফের এই মামলায় শুনানি শুরু করে সুপ্রিম কোর্ট।
