আসন সমঝোতায় বিজেপির মর্জিতে সায় দিতে বাধ্য শিবসেনা, দাবি কংগ্রেসের

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (হি.স.) : বিজেপির মর্জিতেই আসন সমঝোতায় রাজি হতে বাধ্য হবে শিবসেনা। বৃহস্পতিবার এমনই দাবি করেছেন কংগ্রেস নেতা রাজীব সাতভ। বিজেপির সঙ্গে জোট ভেঙে বেরিয়ে আসবে না শিবসেনা বলে দাবি করেছেন তিনি।

এদিন রাজীভ সাতভ জানিয়েছেন, ক্ষমতায় থাকার জন্য বিজেপির সঙ্গে হাত ধরাধরি করে চলার এজেন্ডা নিয়েছে শিবসেনা। বিজেপিকে ছাড়বে শিবসেনা। ফলে বিজেপির মর্জিতেই আসন সমঝোতায় রাজি হবে তারা। বিজেপির সঙ্গেই জোটবদ্ধ থাকবে শিবসেনা।

তিনি আরও বলেন, নিজেদের মধ্যে পার্থক্যের কথা বিগত পাঁচ বছরে বারেবারে বলে এসেছে বিজেপি। শিবসেনা নেতারা বলে থাকে যে তাদের পকেটে পদত্যাগ পত্র থাকে, কিন্তু তা জমা দেওয়ার সাহস তাদের নেই।

উল্লেখ করা যেতে পারে সম্প্রতি শিবসেনা নেতা সঞ্জয় রাউথ জানিয়েছিলেন, সমান ভাবে আসন না পেলে বিজেপির সঙ্গে শিবসেনার জোট ভাঙতে পারে।