চট্টগ্রাম, ১৯ সেপ্টেম্বর (হি.স.) : আফগানিস্তানের কাছে হারের ধাক্কা সামলে ত্রিদেশীয় টি-২০ সিরিজের ফাইনালে জায়গা করে নিল বাংলাদেশ। লিগে তৃতীয় ম্যাচে জিম্বাবোয়েকে ৩৯ রানে পরাজিত করল টাইগাররা।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে টস জিতে জিম্বাবোয়ে বাংলাদেশকে প্রথম ব্যাট করার আমন্ত্রণ জানায়। বাংলাদেশ নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ১৭৫ রান তোলে। হাফ-সেঞ্চুরি করেন মাহমুদুল্লাহ। ব্যাট হাতে কার্যকরী অবদান রাখেন লিটন দাস ও মুশফিকুর রহিম। কাইল জার্ভিস নজরকাড়া বোলিং করেন।
জবাবে ব্যাট করতে নেমে জিম্বাবোয়ে ২০ ওভারে ১৩৬ রানে অল-আউট হয়ে যায়। রিচমন্ড মুতাম্বামি হাফ-সেঞ্চুরি করলেও বাকিদের ব্যর্থতায় জিম্বাবোয়ের পক্ষে জয়ের লক্ষ্যে পৌঁছে যাওয়া সম্ভব হয়নি। শফিউল ইসলাম ছাড়াও বাংলাদেশের হয়ে পাল্লা দিয়ে উইকেট তোলেন মুস্তাফিজুর রহমান ও অভিষেককারী আমিনুল ইসলাম।
বাংলাদেশের হয়ে মাহমুদুল্লাহ সর্বাধিক ৬২ রান করেন। ৪১ বলের ইনিংসে তিনি ১টি চার ও ৫টি ছক্কা মারেন। লিটন দাস ৪টি চার ও ২টি ছক্কার সাহায্যে ২২ বলে ৩৮ রান করে আউট হন। মুশফিকুর রহিম ২৬ বলে ৩২ রানের যোগদান রাখেন। মুশফিক ৩টি চার ও ১টি ছক্কা মারেন। শাকিব আল হাসান মাত্র ১০ রান করে আউট হন। জার্ভিস ৩৩ রানের বিনিময়ে ৩টি উইকেট নেন।
এই জয়ের সুবাদে ৩ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করে বাংলাদেশ। জিম্বাবোয়ে ৩টি ম্যাচেই হেরে যাওয়ায় ফাইনালের সূচি কার্যত নির্ধারিত হয়ে যায়। আফগানিস্তান ইতিমধ্যেই দুই ম্যাচের দুটিতেই জয় তুলে নিয়ে ৪ পয়েন্ট সংগ্রহ করেছে।সুতরাং খেতাবি লড়াইয়ে বাংলাদেশ যে আফগানিস্তানের মুখোমুখি হতে চলেছে, সেটা নিশ্চিত। টুর্নামেন্টের বাকি ২টি লিগ ম্যাচ কার্যত নিয়মরক্ষার হয়ে দাঁড়িয়েছে।

