দেবাশিল্পী বিশ্বকর্মা পূজায় মাতল ত্রিপুরা

আগরতলা, ১৮ সেপ্টেম্বর (হি.স.) : গণপতি আরাধনা দিয়ে ত্রিপুরায় শারদোৎসবের সূচনা হয়েছিল। আজ দেবশিল্পী বিশ্বকর্মা পূজায় উৎসবের আনন্দে মাত্রা বেড়েছে। কারণ, হাতে গুনা কয়েকদিন বাদেই দেবী দূর্গা বন্দনায় মাতবে গোটা ত্রিপুরা। আজ ত্রিপুরায় মহা ধুমধামে পালিত হচ্ছে দেবশিল্পীর বিশ্বকর্মা পূজা।

আজ আগরতলায় বিভিন্ন ক্লাব, মোটর শ্রমিক সংগঠন, সামাজিক সংস্থা, বিভিন্ন অফিস, টিএসআর বাহিনী সাথে বহু বাড়িঘরে পূজার্চ্চনা হয়েছে। দেবাশিল্পীকে নিয়ে আগরতলায় উন্মাদনা লক্ষ্য করা গিয়েছে। বিভিন্ন প্যান্ডেলে উৎসাহী যুবক-যুবতিরা এদিন সেলফি তুলতেই ব্যস্ত ছিলেন।

সকাল থেকেই পুরোহিতদের দৌড়ঝাঁপে পূজা আয়োজকরাও হিমশিম খাচ্ছিলেন। আজ ত্রিপুরার পরিবহন দপ্তর সড়ক সুরক্ষার থিম নিয়ে পূজা মণ্ডপ সাজিয়েছে। মূলত, সচেতনতা বাড়ানোর জন্যই এই উদ্যোগ বলে জানিয়েছেন যুগ্ম পরিবহন কমিশনার। জনৈক পুরোহিত বলেন, ভাদ্র মাসের পূর্ণিমা তিথিতে শুক্লপক্ষে দেবাশিল্পী বিশ্বকর্মা পূজা হয়। দেবাশিল্পীকে সন্তুষ্ট করার জন্য শ্রদ্ধার সাথে সকালেই পূজা করে থাকেন।

এদিকে টিএসআর ২ নম্বর ব্যাটালিয়ান প্রতি বছরের মতই এবছরও দেবাশিল্পীর পূজার আয়োজন করেছে। কোম্পানি কমান্ড্যান্ট জানিয়েছেন, প্রতি বছর বিশ্বকর্মার পূজায় আমাদের সমস্ত অস্ত্র রাখি। কারণ, জন নিরাপত্তায় সব সময় অস্ত্র গুলি ঠিকঠাক কাজ করে সেই প্রার্থনা করি। সাথে দেশের মঙ্গল এবং শান্তি বজায় রাখার জন্যও ঠাকুরের কাছে শ্রদ্ধাভরে প্রার্থনা করি। আগরতলার পাশাপাশি সারা ত্রিপুরাতেই বিশ্বকর্মা পূজা মহা ধুমধামে পালিত হচ্ছে।