মনু নদীতে নিখোঁজ ছাত্রীর মৃতদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ১৬ সেপ্ঢেম্বর ৷৷ কৈলাসহর শ্রীরামপুর ব্রিজ সংলগ্ণ মনু নদী থেকে উদ্ধার হল রবিবার দুপুর থেকে নিখোঁজ হওয়া চতুর্থ শ্রেণির ছাত্র কিরণ দিগার এর মৃতদেহ৷ নিখোঁজ হওয়ার পর থেকে শুরু করে সোমবার মৃতদেহ উদ্ধার হওয়া পর্যন্ত কৈলাসহর থানায় অসহযোগিতার অভিযোগ করছেন স্থানীয় এলাকাবাসী৷

রবিবার দুপুর বেলা থেকে হঠাৎ করে নিখোঁজ হয়ে যায় শ্রীরামপুর গ্রাম পঞ্চায়েতের ৬নং ওয়ার্ড কিনাইর চর এলাকার বাসিন্দা আলোমনি দীঘার এর ১০ বছরের ছেলে কিরণ দিঘার৷ রাত পর্যন্ত ছেলের কোন খোঁজ না পেয়ে অসহায় আলোমনি দীঘার এলাকাবাসীদের সাহায্যে কৈলাসহর থানার দ্বারস্থ হয় তবে কৈলাসহর থানার কোন ধরণের সহযোগিতা পাওয়া যায়নি বলে অভিযোগ করেন এলাকাবাসী ৷


সোমবার ভোর বেলা প্রাকৃতির কাজে যাওয়ার সময় হঠাৎই কিরণ দীঘার এর মৃতদেহ নদীতে ভেসে যেতে দেখেন এলাকার এক বৃদ্ধ৷ পরবর্তী সময় নিজেদের উদ্যোগে এলাকাবাসী মনু নদীর জল থেকে কিরণের দেহ তুলে আনে৷ খবর দেওয়া হয় কৈলাসহর দমকল বিভাগে তবে দমকলের দায়িত্বপ্রাপ্তরা ঘটনাস্থলে পৌঁছলেও তারা মৃতদেহ হাসপাতালে নিয়ে যেতে অস্বীকার করে৷ সকাল পাঁচটা থেকে কয়েক দফায় কৈলাসহর থানায় যোগাযোগ করার পরও কোন পুলিশ আধিকারিক ঘটনাস্থলে আসেনি৷

পরবর্তী সময় বেলা দশটা নাগাদ কৈলাসহর থানার পুলিশ ঘটনাস্থলে এসে পৌঁছায় এবং প্রাথমিক তদন্ত করে মৃতের পরিবারকে মৃতদেহ হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য বলে যদিও অত্যন্ত দরিদ্র পরিবার পক্ষে নিজের টাকা ব্যয় করে মৃতদেহ হাসপাতালে নিয়ে যাওয়ার মতো অবস্থা ছিল না আলোমনি দীঘারের৷ আলোমনি দিঘা পেশায় শ্রমিক৷ লোকের বাড়িতে ইট ভেঙে বা কাজ করে কোনরকম সংসার চালায়৷ ১০ বছরের পুত্র সন্তানের আকষ্মিক মৃত্যুতে পরিবারটি শোকগ্রস্ত হয়ে পড়ে৷