গুমোট আবহাওয়া থেকে মুক্তি : স্বস্তির বৃষ্টিতে ভিজল রাজধানী

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (হি. স.) : গুমোট আবহাওয়া থেকে সাময়িক মুক্তি পেল দিল্লিবাসী। রাজধানী দিল্লির বেশিরভাগ অঞ্চলেই রবিবাসরীয় সকাল থেকে মোট ১.৮ মিলিমিটার (মিমি) বৃষ্টি হয়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই হালকা বৃষ্টির সঙ্গে মেঘাচ্ছন্ন আকাশ ছিল শহরজুড়ে। গত কয়েকদিন থেকেই আকাশ মেঘলা থাকলেও বৃষ্টির অভাব বাড়িয়েছে অস্বস্তি। ভারতীয় আবহাওয়া দফতরের (আইএমডি) পূর্বাভাস মতোই এদিন সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে দিল্লিতে।


দিল্লির আবহাওয়া দফতর সূত্রের খবর, এদিন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৬ ডিগ্রি সেলসিয়াস। বেশ কিছু এলাকায় সন্ধের দিকেও আকাশ মেঘাচ্ছন্ন থাকার পাশাপাশি হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে সফদরজংয়ের আবহাওয়া দফতর। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। হাওয়া অফিস সূত্রের খবর, এদিন দিল্লির বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮১ শতাংশ।