দেশে কর্মসংস্থানের অভাব নেই, অভাব যোগ্য চাকরিপ্রার্থীর, দাবি কেন্দ্রীয়মন্ত্রী সন্তোষ কুমারের

লখনউ, ১৫ সেপ্টেম্বর (হি.স.) নরেন্দ্র মোদী সরকারের ১০০ দিন পূর্ণ উপলক্ষ্যে উত্তরপ্রদেশের এক অনুষ্ঠানে কেন্দ্রীয় শ্রম এবং রোজগারমন্ত্রী সন্তোষ কুমার গাঙ্গোয়ার জানিয়েছেন, দেশে কর্মসংস্থানের অভাব নেই। বহু জায়গায়ে বিভিন্ন পদে শূন্য আসন পরে থাকলেও যোগ্য ব্যক্তি পাওয়া যায়নি। কেন্দ্রীয়মন্ত্রীর এমন দাবিকে নস্যাৎ করে দিয়েছেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী বঢরা এবং বিএসপি সুপ্রিমো মায়াবতী।


বরেলিতে সন্তোষ কুমার গাঙ্গোয়ার জানিয়েছেন, বাজারকে শক্তিশালী করার জন্য কেন্দ্রীয় সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। আগামী মাস থেকে জম্মু ও কাশ্মীরে কেন্দ্রীয় শ্রম এবং রোজগার আইন কার্যকর করা হবে। এরপরে শ্রীনগরে ১০০ শয্যার একটি হাসপাতাল গড়ে তোলা হবে। কেন্দ্রীয় সরকার এই একশো দিনে অনেক ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে। দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হওয়ার পর নরেন্দ্র মোদী যে সিদ্ধান্ত নিয়েছেন তাতে কয়েক কোটি অদক্ষ শ্রমিক এবং সাধারণ মানুষ লাভবান হয়েছেন।

ছোট ব্যবসায়ীদে জন্য প্রতি মাসে তিন হাজার টাকা করে পেনশন ব্যবস্থা চালু করা হয়েছে। সরকারের উদ্দেশ্য ন্যূনতম বেতন, পারিশ্রমিক আর পেনশন প্রতিটি সেক্টরে চালু করা। দেশের আর্থনীতির বিষয়টি গুরুত্ব সহকারে দেখছে কেন্দ্র। কর্মসংস্থানের অভাব নেই। যেটা অভাব তা হল পেশাদারদের। স্থানীয় যে সকল প্রকল্পের কাজ চলছে তা দ্রুত তরান্বিত করার আশ্বাস দিয়েছেন তিনি।


কেন্দ্রীয় মন্ত্রীর এমন দাবিকে নস্যাৎ করেছেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী বঢরা এবং বিএসপি সুপ্রিমো মায়াবতী। কেন্দ্রীয়মন্ত্রীর এমন দাবিকে হাস্যকর বলে কটাক্ষ করেছেন বিএসপি সুপ্রিমো। প্রিয়াঙ্কা গান্ধী বঢরা দাবি করেছেন, কোনও কর্মসংস্থান তৈরি হয়নি। যে সকল কর্মসংস্থান ছিল তাও কেন্দ্রীয় আর্থিক নীতির ফলে চলে গিয়েছে।