যুদ্ধ বাঁধলে পাকিস্তান অধিকৃত কাশ্মীরকে দখল করবে ভারত : বিনয় কাটিহার

অযোধ্যা, ১৫ সেপ্টেম্বর (হি.স.) : নিজের বক্তব্যের জন্য প্রায়ই সংবাদের শিরোনামে থাকা বিজেপির ফায়ার ব্র্যান্ড নেতা তথা প্রাক্তন সাংসদ বিনয় কাটিয়ার জানিয়েছেন, এবার যুদ্ধ হলে পাকিস্তান অধিকৃত কাশ্মীর ভারতের অংশ হবে।


রবিবার নিজের বাসভবন হিন্দু ধামে বিনয় কাটিয়ার জানিয়েছেন, দেশের ভেতরে এক সংবিধান, এক দেশ, এক আইনব্যবস্থা চালু হওয়া প্রয়োজন। শীঘ্রই কিছু হবে। কংগ্রেসকে কটাক্ষ করে তিনি জানিয়েছেন, এমন বহু নেতা রয়েছে যারা অবৈধ ভাবে রোজগার করেছে আর কালো টাকা লুকিয়ে রেখেছে। এই সকল নেতারা কেউই রেহাই পাবে না। সকলেই জেলে যাবে। পি চিদম্বরম একজন সাধারণ মানের নেতা, কিন্তু ওনার সম্পত্তি পরিমাণ অসাধারণ। উনি বিদেশে অবৈধ সম্পত্তি লুকিয়ে রেখেছেন।


পাকিস্তানকে কটাক্ষ করে বিনয় কাটিহার জানিয়েছেন, ভারতের পরবর্তী লক্ষ্য পাকিস্তান অধিকৃত কাশ্মীর। বহু যুদ্ধ হয়েছে। যুদ্ধ ক্রিকেটের বল নয় যে ছুড়ে মারলে এখানে ওখানে গিয়ে পড়বে। এবার যুদ্ধ লাগলে পাকিস্তান অধিকৃত কাশ্মীর ভারতের অংশ হবে।