কাঠুয়া (জম্মু ও কাশ্মীর), ১২ সেপ্টেম্বর (হি.স.): বড়সড় নাশকতার ছক বানচাল করল সুরক্ষা বাহিনী| জম্মু ও কাশ্মীরের কাঠুয়া জেলায় ট্রাক থেকে চারটি একে-৫৬ রাইফেল এবং দু’টি একে-৪৭ রাইফেল উদ্ধার করল সুরক্ষা বাহিনী| এছাড়াও ছ’টি ম্যাগাজিন এবং ১৮০ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়েছে| এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে ৩ জন জইশ-ই-মহম্মদ (জেএমবি) জঙ্গিকে| জম্মু-র ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ (আইজিপি) মাকেশ সিং জানিয়েছেন, বৃহস্পতিবার সকালে জম্মু-পাঠানকোট হাইওয়েতে নাকা তল্লাশি চালানো হচ্ছিল| সকাল আটটা নাগাদ একটি ট্রাককে আটক করা হয়, ওই ট্রাকের ভিতর থেকে উদ্ধার করা হয়েছে চারটি একে-৫৬ রাইফেল এবং দু’টি একে-৪৭ রাইফেল| এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে ৩ জন সন্দেহভাজন জইশ-ই-মহম্মদ জঙ্গিকে| আটক করা হয়েছে ট্রাকটি|

পুলিশ সূত্রের খবর, পঞ্জাবের বামিয়াল থেকে কাশ্মীর অভিমুখে যাচ্ছিল ট্রাকটি| আইজিপি জানিয়েছেন, ধৃত ৩ জন জঙ্গির বাড়ি কাশ্মীরেই| প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, কাশ্মীর উপত্যকার ওভার গ্রাউন্ড (জঙ্গিদের মদতদাতা) কর্মীদের সহায়তায় কাশ্মীর উপত্যকা থেকে পাঠানকোটে এসেছিল জেএমবি জঙ্গিরা| পাঠানকোট থেকেই কাশ্মীর উপত্যকায় ফিরে যাচ্ছিল তারা| কাঠুয়ার এসএসপি শ্রীধর পাটিল জানিয়েছেন, ‘ট্রাক থেকে উদ্ধার করা হয়েছে চারটি একে-৫৬ এবং দু’টি একে-৪৭ রাইফেল| ছ’টি ম্যাগাজিন এবং ১৮০ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়েছে| ৩ জনকে গ্রেফতার করা হয়েছে, প্রত্যেকেই জইশ-ই-মহম্মদ জঙ্গি সংগঠনের সক্রিয় সদস্য|’

