মথুরা, ১১ সেপ্টেম্বর (হি.স.) : সন্ত্রাসবাদ এখন আন্তর্জাতিক বিপদে পরিণত হয়েছে। এই সন্ত্রাসবাদী কার্যকলাপে মূল শিখর রয়েছে পাকিস্তানে। বুধবার মথুরায় এক সভায় বক্তব্য রাখতে গিয়ে এমনই জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

এদিন উত্তরপ্রদেশের মথুরায় স্বচ্ছই সেবা অনুষ্ঠানে নরেন্দ্র মোদী জানিয়েছেন, সন্ত্রাসবাদ এখন আদর্শে পরিণত হয়েছে। যা কোনও দেশের সীমানার মধ্যে আরও আবদ্ধ নেই। এই আন্তর্জাতিক সমস্যাটি আন্তর্জাতিক বিপদে পরিণত হয়েছে। এই সন্ত্রাসবাদের শিখর রয়েছে আমাদের প্রতিবেশী দেশে (পাকিস্তান)। সেখানে সন্ত্রাসবাদ ফুলে ফেঁপে উঠেছে।
আমেরিকার ৯/১১ সন্ত্রাসবাদী হামলার বর্ষপূর্তি উপলক্ষ্যে বলতে গিয়ে নরেন্দ্র মোদী বলেন, এক শতাব্দী আগে এইদিনে চিকাগোতে স্বামী বিবেকানন্দ ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন। গোটা বিশ্ব ভারতীয় সংস্কৃতির গভীরতা সম্পর্কে অবগত হয়েছিল। দুর্ভাগ্যবসত ওই একই দিনে অর্থাৎ ১১ সেপ্টেম্বর বড় ধরণের সন্ত্রাসবাদী হামলা হয়েছিল আমেরিকায়। যার গোটা বিশ্বকে কাপিয়ে দিয়েছিল। প্রধানমন্ত্রী আশ্বস্ত করে বলেন, সন্ত্রাসবাদ দমনে ভারত সাহসী পদক্ষেপ নিয়েছে। আর ভবিষ্যতেও তা বজায় থাকবে।
নাম না করে পাকিস্তানকে তীব্র কটাক্ষ করে প্রধানমন্ত্রী জানিয়েছেন, সন্ত্রাসবাদীদের যারা আশ্রয় দিয়ে মদত দিচ্ছে, তাদের বিরুদ্ধে এককাট্টা হওয়া উচিত গোটা বিশ্বের। ভারত একাই সন্ত্রাসবাদ মোকাবিলায় সক্ষম। এর প্রমাণ আগেও ভারত রেখেছে আর ভবিষ্যতেও রাখবে।

