রাজ্যে সরকারী হাসপাতালে স্বাস্থ্য পরিষেবায় বাড়ছে খরচ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ সেপ্ঢেম্বর ৷৷ স্বাস্থ্য পরিষেবায় খরচ বাড়তে চলেছে৷ সরকারি হাসপাতালে চিকিৎসার ক্ষেত্রে মাশুল নির্ধারিত হয়েছে৷ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর সংশোধিত মাশুলের বিজ্ঞপ্তি জারি করেছে৷ তাতে, কেবলমাত্র অন্ত্যোদয় পরিবার ছাড় পেয়েছে৷ ওপিডি রেজিস্ট্রেশন থেকে শুরু করে অন্তত ১৪৫টি পরিষেবায় বিপিএল এবং এপিএল ভুক্তদের ফি দিতে হবে৷ স্বাস্থ্য দপ্তরের যুক্তি, রাজ্যস্ব বৃদ্ধির লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ কারণ, রাজ্য সরকার উন্নতমানের চিকিৎসা পরিষেবা দিতে চাইছে৷ তাতে, ফাঁকা কোষাগার নিয়ে সেই পরিষেবা দেওয়া সম্ভব নয় বলেই দাবি রাজ্য সরকারের৷ কিন্তু, এই সিদ্ধান্তে সাধারণ মানুষের উপর কিছুটা হলেও বোঝা চাপবে, তা অস্বীকার করার কোনও উপায় নেই৷


সম্প্রতি, মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব হাঁপানিয়াস্থিত ত্রিপুরা মেডিক্যাল কলেজ ও ডা. বি আর আম্বেদকর টিচিং হাসপাতালে চিকিৎসা পরিষেবার নূ্যনতম ফি বসানোর পক্ষে সওয়াল করেছিলেন৷ রাজ্যে চিকিৎসা পরিষেবার বেহাল দশা দীর্ঘ দিনের৷ অধিকাংশ রোগীর বহিঃরাজ্যে গিয়ে চিকিৎসা পরিষেবা নিতে হচ্ছে৷ পরিকাঠামোর অভাবে জিবি হাসপাতাল থেকে বহু রোগী রেফার করা হচ্ছে বহিঃরাজ্যে৷ এক্ষেত্রে, রাজ্য সরকারকেই ওই খরচ বহন করতে হচ্ছে৷ অবশ্য, রাজ্যে সরকার পরিবর্তন হওয়ার পর রেফার রোগীর সংখ্যা অনেকটাই কমেছে৷ কারণ, অযথা কাউকেই এখন বহিঃরাজ্যে রেফার করা হচ্ছে না৷ তাছাড়া, জিবি হাসপাতালে উন্নত চিকিৎসা পরিষেবা দেওয়ারও আপ্রাণ চেষ্টা চালিয়েছে রাজ্য সরকার৷


স্বাস্থ্য ক্ষেত্রে খোলনলচে বদলে ফেলার লক্ষ্যে সাহসী পদক্ষেপ নিতেও পিছুপা হচ্ছে রাজ্য সরকার৷ অবশ্যই সংস্কারের লক্ষ্যে সাহসী পদক্ষেপ নিতে হচ্ছে বলে দাবি বিজেপি-আইপিএফটি জোট সরকারের৷ এমনই সাহসী পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার৷ সরকারি হাসপাতালে চিকিৎসায় নতুন মাশুল ধার্য্য করা হয়েছে৷ এছাড়া, কিছু স্বাস্থ্য পরিষেবায় মাশুল সংশোধন করেছে স্বাস্থ্য দপ্তর৷


স্বাস্থ্য দপ্তরের অবর সচিব আজ এক বিজ্ঞপ্তি জারি করে স্বাস্থ্য পরিষেবায় সংশোধিত মাশুলের ঘোষণা দিয়েছেন৷ তাতে, নব সংস্করণ ওপিডি’তে চিকিৎসা এবং আইপিডিতে ভর্তির ক্ষেত্রে ফি ধার্য্য করা হয়েছে৷ রাজ্যে সরকার পরিবর্তন হওয়ার পর আইসিইউ ভাড়া তুলে দেওয়া হয়েছিল৷ কিন্তু নয়া সিদ্ধান্ত অনুযায়ী, আইসিইউ’র ভাড়া পূণরায় চালু করা হয়েছে৷ বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার ক্ষেত্রেও অতীতে কোন ফি ধার্য্য ছিল না৷ নতুন নিয়ম অনুযায়ী, বহু পরীক্ষা-নিরীক্ষায় ফি ধার্য্য করা হয়েছে৷


নয়া সিদ্ধান্ত অনুযায়ী, বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষায় বিপিএলদের ছাড় দেওয়া হয়েছে৷ তাছাড়া, কিছু পরীক্ষা-নিরীক্ষায় পূর্বের তুলনায় ফি কমানো হয়েছে৷ স্বাস্থ্য পরিষেবায় এই পরিবর্তন স্বাভাবিক ভাবেই রাজ্যবাসীর কাছে নতুন অভিজ্ঞতা বলেই মনে হবে৷ অবশ্য, রাজ্য সরকার উন্নত স্বাস্থ্য পরিষেবা দিয়ে রাজ্যবাসীকে কতটা সন্তুষ্ট করতে পারবে এখনই তা বলার সময় আসেনি৷


পূর্বতন সরকারের রেখে যাওয়া আর্থিক বোঝা সামাল দিতে গিয়ে রাজস্ব আদায়ে সংস্কারের পথ নিয়েছে বিজেপি-আইপিএফটি জোট সরকার৷ তাতে, নতুন নতুন কর আদায়ের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে৷ রাজ্য সরকারের দাবি, একাধারে রাজস্ব বৃদ্ধি, পাশাপাশি সমতা রক্ষায় এই সংস্কারমূলক পদক্ষেপ নেওয়া হচ্ছে৷ তবুও, সাধারণ নাগরিকদের কাঁধে সামান্য হলেও বোঝা বাড়বে, তা অস্বীকার করার কোনও উপায় নেই৷ বিশেষ করে স্বাস্থ্য ক্ষেত্রে নয়া সংযোজন রাজ্যবাসীকে কতটা সন্তুষ্ট করতে পারবে, তা নিয়ে বিতর্ক হওয়া স্বাভাবিক বলেই মনে হচ্ছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *