নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ সেপ্ঢেম্বর৷৷ ত্রিপুরায় এনআরসি চালুর দাবি তুলেছে অস্ত্র ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসা রাজ্যের জঙ্গিদের সংগঠন ’তিপ্রা ইউনাইটেড রিটার্নিস্ট পিপলস কাউন্সিল’৷ সংগঠনের উদ্যোগে আজ শুক্রবার আগরতলা প্রেস ক্লাবে এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে৷ আজকের বৈঠকে রাজ্যের বিভিন্ন এলাকা থেকে সংগঠনের প্রায় পাঁচ শতাধিক সদস্য এবং তাদের পরিবারের লোকজন উপস্থিত হয়েছিলেন৷
বৈঠক শেষে সংগঠনের সভাপতি অনন্ত দেববর্মা সংবাদ মাধ্যমকে জানান, অল ত্রিপুরা টাইগার ফোর্স তথা এটিটিএফ জঙ্গি সংগঠনের সদস্যরা যখন আত্মসমর্পণ করেছিলেন তখন তাদের যুক্তির মধ্যে একটি ছিল ত্রিপুরায় যে-সব মানুষ বিদেশ থেকে ১৯৬৫ সালের পর এসেছেন তাদের চিহ্ণিত করে ফেরত পাঠাতে হবে৷ কিন্তু চুক্তি হলেও এ বিষয়ে সরকার এখনও কোনও পদক্ষেপ নেয়নি৷
তাই তারা এই বিষয়টি নিয়ে আগামীদিনে সরব হবেন৷ তবে কী ধরনের আন্দোলন কর্মসূচিতে যাবেন সে বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি বলেও জানান অনন্ত৷ তবে সংগঠনের আগামীদিনের আন্দোলন কর্মসূচি স্থির করতে আইনজ্ঞদের সঙ্গে তারা পরামর্শ করছেন বলেও জানান৷ এই বিষয়ে তাদের কর্মসূচি স্থির হলে সংবাদ মাধ্যমকে জানানো হবে বলে আশ্বস্ত করেছেন দেববর্মা৷
পাশাপাশি এদিন সংগঠনের সাংগঠনিক সম্পাদক ডেনিয়েল দেববর্মা জানান, স্বাভাবিক জীবনে ফিরে আসার সময় যে ত্রিপাক্ষিক চুক্তি হয়েছিল এর বেশিরভাগ চুক্তি এখনও পূরণ করেনি সরকার৷ তাই আগামীদিনে এগুলি কী করে পূরণ করা যায় সে-সব বিষয়ে কথা হয়েছে৷
ত্রিপুরায় এনআরসি চালু করার জন্য ইতিমধ্যে তিনটি মামলা দায়ের হয়েছে সুপ্রিম কোর্টে৷ এবার এই দাবিতে সরব হল প্রাক্তন জঙ্গিদের সংগঠন৷