নয়াদিল্লি, ৬ সেপ্টেম্বর (হি.স.): বেশ কয়েকদিন ধরেই শোনা যাচ্ছিল, জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে (জেএনইউ) রাষ্ট্রদ্রোহ মামলায় এআইএসএফ (অল ইন্ডিয়া স্টুডেন্টস ফেডারেশন) নেতা কানহাইয়া কুমার ও অন্যান্য অভিযুক্তদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলা দিল্লি পুলিশ কর্তৃক অনুমোদনের আবেদন প্রত্যাখ্যান করার সিদ্ধান্ত নিয়েছে দিল্লি সরকার। সে ব্যাপারে শুক্রবার নয়াদিল্লিতে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল সাফ জানিয়ে দিলেন, এখনও পর্যন্ত এই মামলায় কোনও সিদ্ধান্ত নেয়নি রাজ্য সরকার।
![](https://jagarantripura.com/wp-content/uploads/2019/09/Arvind-Kejriwal.jpg)
উল্লেখ্য, ২০১৬ সালের ৯ ফেব্রুয়ারি দিল্লিতে জেএনইউ চত্বরে সংসদ হামলায় দোষী আফজল গুরুর সমর্থনে এক সভার আয়োজন করেছিলেন বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ছাত্রনেতা কানহাইয়া কুমার, উমর খালেদ-রা। বিজেপি-র ছাত্র সংগঠন এবিভিপি-র দাবি ছিল, জেএনইউ ক্যাম্পাসের ওই সভায় দেশবিরোধী স্লোগান দেন কানহাইয়া। পুলিশেরও দাবি ছিল, সেই সভায় দেশবিরোধী স্লোগান দিয়েছিলেন তিনি। যদিও কানহাইয়া বরাবরই বলেছেন, ওই সভায় কোনও দেশবিরোধী স্লোগান দেননি। এর পর দেশদ্রোহের অভিযোগে কানহাইয়া, উমর খালেদ, অনির্বাণ ভট্টাচার্য সহ ছয়জনকে গ্রেফতারও করে দিল্লি পুলিশ। পরে তাঁরা জামিনে মুক্তি পান। ওই ঘটনায় দেশ জুড়ে প্রতিবাদের ঝড় ওঠে। পুলিশ বিজেপি সরকারের হয়ে কাজ করছে বলে অভিযোগ করে বিরোধীরা। এর তিন বছর পর চলতি বছরের জানুয়ারি মাসে অভিযুক্তদের বিরুদ্ধে চার্জশিট পেশ করে দিল্লি পুলিশ। তবে, এই মামলায় অভিযুক্তদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলা দিল্লি পুলিশ কর্তৃক অনুমোদনের আবেদন প্রত্যাখ্যান করার সিদ্ধান্ত নিয়েছে দিল্লি সরকার, এমন রিপোর্টকে ‘জল্পনা’ বলে উড়িয়ে দিয়ে এদিন মুখ্যমন্ত্রী কেজরিওয়াল জানান, “আমাকে বলা হয়েছে এই মামলায় এখনও পর্যন্ত কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। যে খবর ছড়ানো হচ্ছে তা কেবলমাত্র জল্পনা!”