জাতীয় নাগরিকপঞ্জী গোটা দেশজুড়ে চালু করার ডাক দিল বিশ্ব হিন্দু পরিষদ

নয়াদিল্লি, ৫ সেপ্টেম্বর (হি.স.) : দেশজুড়ে জাতীয় নাগরিকপঞ্জী চালু করার দাবি তুলল বিশ্বহিন্দু পরিষদ।

বৃহস্পতিবার বিশ্বহিন্দু পরিষদের মুখপাত্র সুরেন্দ্র জৈন জানিয়েছেন, যেখানে সম্ভব জাতীয় নাগরিকপঞ্জী চালু করা উচিত। অন্তত পক্ষে যেসব রাজ্যের মুখ্যমন্ত্রীরা নিজ রাজ্যেগুলিতে চাইছে সেই সকল রাজ্যে জাতীয় নাগরিকপঞ্জী বলবত করা উচিত।
উল্লেখ করা যেতে পারে অসমের সর্বশেষ জাতীয় নাগরিকপঞ্জীর থেকে ১৯ লক্ষ মানুষের নাম বাদ গিয়েছে। তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে খোদ রাজ্য বিজেপি নেতৃত্ব। যদিও স্বরাষ্ট্রমন্ত্রক থেকে আশ্বস্ত করে বলা হয়েছে জাতীয় নাগরিকপঞ্জী থেকে যাদের নাম বাদ গিয়েছে তাদের এখনই শিবিরে পাঠানো হবে না। এদিন নাগরিক সংশোধনী বিল সম্পর্কে বলতে গিয়ে সুরেন্দ্র জৈন জানিয়েছেন, পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তানে নির্যাতিত হচ্ছে হিন্দুরা। তাঁদেরকে নাগরিকত্ব প্রদান করা শুধুমাত্র স্রেফ কর্তব্য নয় তা বৈধ কর্তব্য। ইতিহাসের নজির টেনে এনে সুরেন্দ্র জৈন জানিয়েছেন, দেশভাগের পর তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী লিয়াকত আলির মধ্যে চুক্তিতে দুই দেশের সংখ্যালঘুদের অধিকার রক্ষা করার জন্য অঙ্গীকারবদ্ধ হয়েছিলেন। নাগরিত্ব সংশোধনী বিল ২০১৬ আইনে পরিণত হলে সমস্ত কিছুর সমাধান হবে।