উপনির্বাচন মনোনয়ন জমা দিলেন বিজেপি প্রার্থী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ সেপ্ঢেম্বর৷৷ প্রয়াত বিধায়কের অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করতে চাই৷ ত্রিপুরায় বাধারঘাট কেন্দ্রে উপনির্বাচনে মনোনয়নপত্র জমা দিতে এসে প্রত্যয়ের সুরে এ-কথা বলেন বিজেপি প্রার্থী মিমি মজুমদার৷ তাঁর দাবি, রেকর্ড বজায় রেখে প্রচুর ভোটের ব্যবধানে জয় নিশ্চিত৷
বুধবার আগরতলার ড্রপগেট এলাকা থেকে সুবিশাল মিছিল করে উপনির্বাচনে বিজেপি প্রার্থী মিমি মজুমদার মনোনয়নপত্র জমা দিতে যান ৷ তাঁর সাথে ছিলেন বিধায়ক রামপ্রসাদ পাল, ত্রিপুরা ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান বাহারুল ইসলাম, প্রদেশ বিজেপি মহিলা মোর্চার সভানেত্রী পাপিয়া দত্ত-সহ অন্যান্যরা৷


বিজেপি প্রার্থী মিমি মজুমদার বলেন, উপনির্বাচনে জয় সম্পর্কে তিনি ১০০ শতাংশ নিশ্চিত৷ সাথে যোগ করেন, ২০১৮ বিধানসভা নির্বাচনের রেকর্ড ছাপিয়ে প্রচুর ভোটের ব্যবধানে জয়ী হবেন তিনি৷ তাঁর কথায়, বাধারঘাটবাসীর সেবা করার সুযোগ পাওয়ায় তিনি আপ্লুত৷ তাঁকে বিধায়ক পদে যোগ্য মনে করায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন৷ এদিন তিনি দৃঢ় প্রত্যয়ের সাথে বলেন, বাধারঘাট কেন্দ্রের প্রয়াত বিধায়কের অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করতে চাই৷


বিধায়ক রামপ্রসাদ পাল বলেন, আজ মনোনয়নপত্র জমা দেওয়াকে ঘিরে জনজোয়ার প্রমাণ করেছে বিজেপি নির্বাচনের আগেই জয়ী হয়েছে৷ তাঁর দাবি, বাম জমানায় বাধারঘাট কেন্দ্রের প্রতি সমস্ত অন্যায়, অবিচার এবং বঞ্চনার জবাব দেবেন ভোটাররা৷
আজ বিজেপি প্রার্থী মিমি মজুমদার পশ্চিম ত্রিপুরার অতিরিক্ত জেলাশাসক তথা রিটার্নিং অফিসারের কাছে তাঁর মনোনয়নপত্র জমা দিয়েছেন৷