![](https://jagarantripura.com/wp-content/uploads/2019/09/Rafael-Nadal-2035374.jpg)
নিউ ইয়র্ক, ১ সেপ্টেম্বর (হি.স.) : ফ্লাশিং মেডোর দ্বিতীয় রাউন্ডে কোর্টে ঝড় তুলে তৃতীয় রাউন্ডে পৌঁছে গিয়েছিলেন রাফায়েল নাদাল। দ্বিতীয় রাউন্ডে কাঁধের চোটের কারণে সরে দাঁড়িয়েছিলেন অস্ট্রেলিয়ান প্রতিদ্বন্দ্বী থানাসি কোক্কিনাকিস। তবে ফ্লাশিং মেডোর দ্বিতীয় রাউন্ডে দক্ষিণ কোরিয়ার হিয়ন চুংকে পরাস্ত করে যুক্তরাষ্ট্র ওপেনের শেষ ষোলোয় পৌঁছে গেলেন রাফা। স্প্যানিশ তারকার পক্ষে ম্যাচের ফল ৬-৩, ৬-৪, ৬-২।
প্রত্যাশামতোই আর্থার অ্যাশ স্টেডিয়ামে ১ ঘন্টা ৫৮ মিনিটের লড়াইয়ে কোরিয়ান প্রতিদ্বন্দ্বী অবাছাই বিশ্বের ১৪১ নম্বর হিয়ন চুংকে হারাতে বিশেষ বেগ পেতে হয় নি। শেষ ষোলোর লড়াইয়ে শক্তিশালী প্রতিদ্বন্দ্বীর মুখোমুখি হওয়ার আগে এদিন ম্যাচ জয়ের মধ্যে দিয়ে প্রস্তুতিটা ভালোই সেরে রাখলেন রাফা। অন্যদিকে গোটা ম্যাচে ৪০টি আনফর্সড এরর করে নাদালের ম্যাচ জয় অনেকটাই সহজ করে দিলেন চুং।
শনিবার ম্যাচে প্রাথমিকভাবে ছন্দ খুঁজে পেতে খানিকটা সময় নেন স্প্যানিশ মায়েস্ত্রো। আর্থার অ্যাশ স্টেডিয়ামে এদিন প্রথম সেট জিততে ৪০ মিনিটের কিছুটা বেশি সময় নেন নাদাল। তবে শুরুর নড়বড়ে ভাব ধীরে-ধীরে কাটিয়ে উঠে নিজেকে মেলে ধরে ৬-৩ প্রথম সেট জিতে নেন তিনি। এরপর দ্বিতীয় সেটে নাদালের কোরিয়ান প্রতিদ্বন্দ্বী কিছুটা লড়াইয়ের বার্তা দিলেও তা সেট জয়ের জন্য যথেষ্ট ছিল না। ৬-৪ দ্বিতীয় সেট জিতে তৃতীয় সেটে প্রবেশ করেন নাদাল।
অন্যদিকে মহিলাদের সিঙ্গলসে ক্যারোলিন ওজনিয়াকিকে স্ট্রেট সেটে হারিয়ে চতুর্থ রাউন্ডে পৌঁছে গেলেন বিনাকা আন্দ্রেস্কু। টুর্নামেন্টের ১৫তম বাছাই কানাডার বছর ঊনিশের আন্দ্রেস্কুর পক্ষে ম্যাচের ফল ৬-৪, ৬-৪।