অসমের বাসিন্দা আগরতলায় হোটেলে আত্মঘাতি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ আগস্ট৷৷ ত্রিপুরায় বেসরকারী সংস্থায় কর্মরত অসম নিবাসী এক ব্যাক্তি আগরতলায় হোটেলের রুমে আত্মহত্যা করেছেন৷ পুলিশ তার মৃতদেহের পাশ থেকে একটি স্যুইসাইড নোট উদ্ধার করেছে৷ কিন্তু, তদন্তের স্বার্থে তাতে লেখা রয়েছে তা জানায়নি৷

আজ সকালে আগরতলায় হরিগঙ্গা বসাক রোডস্থিত রূপারতরি হোটেলের ২০৫ নম্বর রুমে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়েছে৷ অসমের রাজধানী গুয়াহাটির পল্টনবাজার থানাধীন বড়া সার্ভিস এলাকার শনিরাম বড়া লেইনের বাসিন্দা কমল সাহা ফাঁসিতে আত্মহত্যা করেছেন৷ মাস দুয়েক ধরে তিনি ওই হোটেলেই থাকতেন বলে হোটেলের ম্যানেজার সঞ্জিব দেববর্মা জানিয়েছেন৷ তিনি বলেন, আগরতলায় জুস তৈরির সংস্থায় কাজ করতেন কমল সাহা৷ ইতিপূর্বেও তিনি এই হোটেলে থেকেছেন৷ হোটেল ম্যানেজারের দাবি, মাস দুয়েক ধরে তিনি এই হোটেলে রয়েছেন৷ প্রতিদিন সকাল ৮-৯ টা নাগাদ তিনি চা চাইতেন৷ কিন্তু, কোন সাড়া না পাওয়ায় তাঁকে অনেক ডাকাডাকির পর নকল চাবি এনে দরজা খুলে তাঁর ঝুলন্ত মৃতদেহ নজরে এসেছে৷ সঞ্জিব দেববর্মা বলেন, গতকাল রাত ১১ টা নাগাদ তাঁর আত্মীয় দেখা করে গেছেন৷ এরপর তাঁকে আর কেউ দেখেননি৷

এদিকে, হোটেলের রুমে ফাঁসিতে এক ব্যক্তির আত্মহত্যার খবর পেয়ে ছুটে আসেন পশ্চিম আগরতলা থানার পুলিশ৷ কর্তব্যরত পুলিশ অফিসার মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়ে দেন৷ পুলিশ জানিয়েছে, হোটেল থেকে ফোন পেয়ে তারা ছুটে এসেছেন৷ এসে হোটেলর ২০৫ নম্বর রুমে অসম নিবাসী কমল সাহার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়েছে৷ সাথে তিনি আরো জানান, মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে৷ এছাড়া, মৃতের পরিবার এবং আগরতলায় তাঁর আত্মীয়কেও খবর দেওয়া হয়েছে৷ পুলিশের কথায়, আত্মহত্যার নমুনা দেখে তাঁকে কেউ হত্যা করেছে বলে মনে হচ্ছে না৷ তবে, তাঁর মৃতদেহর পাশে একটি স্যুইসাইড নোট পাওয়া গিয়েছে৷ কিন্তু, তাতে কি লেখা রয়েছে তদন্তের স্বার্থে এখনই তা বলা সম্ভব নয়, বলেন কর্তব্যরত পুলিশ অফিসার৷ হোটেলের রুমে আত্মহত্যার ঘটনায় অন্য আবাসিকদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *