![](https://jagarantripura.com/wp-content/uploads/2017/03/rupee.jpg)
নয়াদিল্লি, ৩০ আগস্ট (হি.স.) : সময়েই জমা দিতে হবে আয়করের রিটার্ন | সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যাওয়া আয়কর রিটার্ন জমার সময়সীমা বাড়ানোর খবর ভুয়ো বলে এমনটাই জানিয়েছে অর্থমন্ত্রক মন্ত্রকের অধীন সেন্ট্রাল বোর্ড অব ডিরেক্ট ট্যাক্সেস (সিবিডিটি) । এর জনি শুক্রবার একটি বিজ্ঞপ্তি জারি করেছে সিবিডিটি ।
পূর্ব ঘোষণা অনুযায়ী আগামী ৩১ আগস্টের মধ্যেই রিটার্ন জমা দিতে হবে বলে ফের জানিয়েছে সিবিডিটি। কিন্তু সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হল কেন্দ্রীয় অর্থমন্ত্রকের একটি বিজ্ঞপ্তি। মন্ত্রকের অধীন সেন্ট্রাল বোর্ড অব ডিরেক্ট ট্যাক্সেস (সিবিডিটি)-র ওই ভুয়ো বিজ্ঞপ্তিতে আয়কররিটার্ন জমার সময়সীমা বাড়ানো হয়েছে উল্লেখ করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হয়। সরকারি বিজ্ঞপ্তি যে ধরনের হয়, তার সঙ্গে সাদা চোখে কার্যত কোনও পার্থক্য চোখে পড়বে না।
‘সম্প্রতি সিবিডিটি-এর নজরে এসেছে, সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পরা ওই নির্দেশনামা | এরপরই বিজ্ঞপ্তি দিয়ে জানান হয়, করদাতাদের জ্ঞাতার্থে জানানো হচ্ছে, এই বিজ্ঞপ্তি ভিত্তিহীন ও নকল। করদাতাদের জানানো হচ্ছে, ৩১.০৮.২০১৯. তারিখের মধ্যে আয়কর নিটার্ন জমা দিতে হবে।’