নয়াদিল্লি, ২৮ আগস্ট (হি.স.) : গণপিটুনি রোধে কড়া আইন প্রণয়নের পক্ষে সওয়াল করলেন উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিএসপি সুপ্রিমো মায়াবতী। গণপিটুনির নামে নিরীহ মহিলাদের উপর আঘাত হানা হচ্ছে বলে দাবি করেছেন তিনি।
![](https://jagarantripura.com/wp-content/uploads/2018/12/Mayawati-BSP.jpg)
বুধবার সকালে ট্যুইট করে মায়াবতী লিখেছেন, উত্তরপ্রদেশে গণপিটুনি নতুন পন্থা ধারণ করেছে। এখন নিরীহ মহিলাদের লক্ষ্য করে হামলা চালানো হচ্ছে। শিশু চোর সন্দেহে মহিলাদের পিটিয়ে খুন করা হচ্ছে। ফলে ভয়ের পরিবেশ তৈরি হয়েছে। পরিস্থিতি মোকাবিলা করার জন্য কঠোর পদক্ষেপ নিতে হবে রাজ্য সরকারকে।
উল্লেখ করা যেতে পারে সম্প্রতি রাজ্যের লোনিতে শিশু চোর সন্দেহে এক মহিলাকে বেধড়ক মারধর করে স্থানীয় বাসিন্দারা। প্রাথমিক তদন্তের পরে পুলিশ জানিয়েছে যে মহিলাটি শিশু চোর নয়। নিজের নাতিকে নিয়ে বাজার করতে এসেছিল ওই মহিলা। একটি ভুয়ো ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার কারণেই স্থানীয়রা ভুল বুঝে এই হামলা চালিয়েছে বলে অনুমান পুলিশের। একই ঘটনা ঘটেছে শামলীতে সেখানে নিজেদের পণ্য বিক্রি করতে আসা পাঁচ মহিলাকে শিশু চোর সন্দেহে বেধড়ক মারধর করে স্থানীয়রা।